স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ অক্টোবর।। আগরতলা শহরের কাছে বেলাবর গামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে পরিবারের লোকজন দেখতে পায় বাড়ির পাশে একটি জঙ্গলে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রয়েছে ইমন সরকার নামে ওই যুবকের মৃতদেহ।
সাথে সাথেই প্রতিবেশীরা খবর দেয় এডি নগর থানায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতলে পাঠানোর ব্যবস্থা করে।
পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে ওই যুবক কলেজ পর্যন্ত পড়াশোনা করেছে।
কর্মসংস্থানের সঠিক কোন দিশা না পেয়ে কাঠমিস্ত্রির কাজ করতো। তবে কেন সে আত্মহত্যা করল তা জানা সম্ভব হয়নি।