অনলাইন ডেস্ক, ১৮ অক্টোবর।। দীর্ঘ অপেক্ষার পর বার্সেলোনার জার্সিতে অভিষেক হলো সার্জিও আগুয়েরোর। আর প্রায় এক বছর পর কাতালান জায়ান্টদের হয়ে গোল পেলেন ফিলিপে কৌতিনহো।
অন্যদিকে, আলো ছড়ালেন আনসু ফাতি-মেমফিস ডিপে। বার্সাও অবশেষে পেল জয়ের দেখা।
শুরুতে পিছিয়ে পড়লেও ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে ৩-১ গোলে জিতেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।
ম্যানচেস্টার সিটি ছাড়ার পর চলতি মৌসুমে বার্সায় যোগ দেন আগুয়েরো। কিন্তু চোটের কারণে দীর্ঘদিন সাইডলাইনে কাটাতে হয় আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। শেষ বাঁশি বাজার তিন মিনিট বাকি থাকতে সের্জিনো দেস্তের বদরি হিসেবে মাঠে নামেন তিনি।
ততক্ষণে কৌতিনহোর জয় নিশ্চিত করা গোলে এগিয়ে গেছে বার্সা। ফাতি বল দেন ডিপেকে। ডাচ ফরোয়ার্ডের পাসে খুব কাছ থেকে জাল খুঁজে নেন কৌতিনহো।
ম্যাচ শুরুর ৫ম মিনিটে হোসে গয়া এগিয়ে দেন ভ্যালেন্সিয়াকে। ডিপের পাসে ১৩তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বার্সাকে সমতায় ফেরান ফাতি।
প্রায় এক বছর পর শুরুর একাদশে জায়গা পেলেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড।
বার্সা দ্বিতীয় গোল পায় ৪১তম মিনিটে। ফাতি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় কোম্যানের দল। স্পট-কিক থেকে বার্সাকে এগিয়ে দেন ডিপে।
পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে চেষ্টা করে ভ্যালেন্সিয়া। তবে তাদের সেই আশা ৮৫তম মিনিটে কেড়ে নেন কৌতিনহো। ২০২০ সালের নভেম্বরে ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলে জয়ের পর এবারই বার্সার হয়ে গোল পেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চলতি লা লিগায় সাতে আছে কোম্যানের দল। শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের সঙ্গে তাদের পার্থক্য ৫ পয়েন্ট। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচ পর এবার জয়ের মুখ দেখল বার্সা।