শুরুতে এগিয়ে গিয়েও লেস্টার সিটির বিপক্ষে ৪-২ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড

অনলাইন ডেস্ক, ১৭ অক্টোবর।। শুরুতে এগিয়ে গিয়েও লেস্টার সিটির বিপক্ষে ৪-২ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই হারের পর দলের ভেতর পরিবর্তন খুঁজছেন ওল্ড ট্রাফোর্ডের ফরাসি মিডফিল্ডার পল পগবা।

ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে রোমাঞ্চকর এক ম্যাচই উপহার দিল লেস্টার। ১৯তম মিনিটে ম্যাসন গ্রিনউডের গোলে লিড নিয়েছিল ইউনাইটেড।

তবে প্রথমার্ধেই দারুণভাবে সমতায় ফেরে ব্রেন্ডন রজার্সের দল। লেস্টারের হয়ে গোল শোধ দেন ইয়োরি তিলেমান্স।

শেষ মুহূর্তে জমে ওঠে ম্যাচটি। ৭৮তম মিনিটে লেস্টারকে এগিয়ে দেন কাগলার সয়োনচো। ৮২তম মিনিটে ইউনাইটেডকে সমতায় ফেরান মার্কাস রাশফোর্ড। পরের মিনিটে জেমি ভার্ডির গোলে ফের এগিয়ে যায় লেস্টার। নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা প্রথম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোদের ম্যাচে ফেরার আশা শেষ করে দেন প্যাটসন ডাকা।

এমন এক নাটকীয় ম্যাচ হারের পর দলে ‘কিছু একটা পরিবর্তন’ চান পগবা। স্কাই স্পোর্টসকে ফরাসি তারকা বলেন, ‘আমরা যদি শিরোপা জিততে চাই, এই ম্যাচগুলো জিততেই হবে।
আমাদের পরিবর্তনের চাবি খুঁজে বের করতে হবে। ’

অন্যদিকে, ব্রিটিশ গণমাধ্যমে চলছে ওল্ড ট্রাফোর্ডের নরওয়েজীয় কোচ ওলে গানার সুলশারের সামর্থ্য নিয়ে আলোচনা।

লেস্টারের বিপক্ষে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় পাঁচে নেমে গেছে রেড ডেভিলরা। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। ১১ পয়েন্ট নিয়ে লেস্টার আছে ১১তম স্থানে।

লিগে তারা পরের ম্যাচ খেলবে তিন ইংলিশ জায়ান্ট লিভারপুল, টটেনহাম ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে। তার মধ্যে দুই ম্যাচ হবে ওল্ড ট্রাফোর্ডে। এই তিন ম্যাচে পা হঠকালেই শিরোপা দৌড় থেকে এক প্রকার ছিটকে যেতে পারে সুলশারের দল।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?