ক্লাবের এমন নাজেহাল অবস্থা দেখে স্বস্তিতে নেই দানি আলভেস

অনলাইন ডেস্ক, ১৭ অক্টোবর।। চলতি মৌসুমে ভালো অবস্থায় নেই বার্সেলোনা। মেসি- গ্রিজম্যানরা চলে যাওয়ার পর কোচ কোম্যানের অধীনে নখদন্তহীন বাঘ হয়ে পড়েছে কাতালান জায়ান্টরা।

সাবেক ক্লাবের এমন নাজেহাল অবস্থা দেখে স্বস্তিতে নেই দানি আলভেস। ব্রাজিলিয়ান ডিফেন্ডার জানিয়েছেন, ক্যাম্প ন্যুয়ে ফিরতে চান তিনি।

২০১৬ সালে বার্সা ছাড়েন আলভেস। এরপর জুভেন্টাস, পিএসজি ও সাও পাওলো অধ্যায় শেষে বেশ কিছুদিন হয় বেকার সময় কাটাচ্ছেন ৩৮ বছর বয়সী রাইট-ব্যাক। তবে এখনই বুটজোড়া চিরতরে তুলে রাখার চিন্তা করছেন না তিনি।

মাঠের অভিজ্ঞতা ফের বার্সার কাজে লাগানোর ইচ্ছে আলভেসের। ক্যাম্প ন্যুয়ের তরুণদের জ্বালানি হতে চান তিনি। তবে কোচ কোম্যান ৬ বারের লা লিগা চ্যাম্পিয়নকে নিয়ে কিছু ভাবছেন কিনা তা জানা যায়নি।

আলভেস অবশ্য ৫ বছর পর ক্যাম্প ন্যুয়ে ফেরার আশা ছাড়ছেন না। তিনি বলেন, ‘যদি বার্সা মনে করে আমাকে দরকার, তবে কেবল একটা কল দিলেই হবে। ’ক্যারিয়ারের ৪৩ শিরোপার মধ্যে বার্সার হয়ে ২৩টি শিরোপা জিতেছেন আলভেস।

ব্রাজিলিয়ান ডিফেন্ডার স্বপ্ন দেখছেন ২০২২ কাতার বিশ্বকাপ খেলারও। গত সেপ্টেম্বরে ঘরের ক্লাব সাও পাওলোর সঙ্গে আর্থিক ঝামেলার কারণে চুক্তি বাতিল করেন তিনি। এর আগে, গত জানুয়ারিতে বার্সায় ফেরার ইচ্ছে জানিয়েছেন আলভেস।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?