স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ অক্টোবর।। নবমীর সন্ধ্যা৷ গ্রাম থেকে পাহাড় সর্বত্র মানুষের উৎসবমুখী উল্লাস৷ কিন্তু খানিকটা সময়ের জন্য উৎসবের আনন্দে ভাটা পড়লো অমর কলোনি গ্রামে৷ দশভুজার দর্শন শেষে বাড়ি ফেরত ষাটোধর্ব মহিলাকে বলাৎকারের চেষ্টায় রাস্তা থেকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় গোটা গ্রামে৷ নবমীর আনন্দের মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কল্যাণপুর জুড়ে চাঞ্চল্য৷
ঘটনার বিবরণে প্রকাশ নবমীর সন্ধ্যায় যখন সবদিকে আনন্দঘন পরিবেশ ছিল ঠিক তখন ষাটোধর্ব দুই মহিলা তিন বিহারী যুবকের বর্বরতার শিকার হয়ে অল্পেতে রক্ষা পেলেন৷ ঘটনাস্থল কল্যাণপুর থানাধীন তেলিয়ামুড়া খোয়াই সড়ক লাগোয়া অমরকলোনি সরকারি খাদ্য গুদাম এলাকায়৷ অমর কলোনি গ্রামের দুই ষাটোধর্ব মহিলা পূজার আনন্দ উপভোগ করে নিজ বাড়িতে ফিরছিলেন৷
সন্ধ্যা আনুমানিক সাড়ে ছটা নাগাদ সরকারি খাদ্য গুদামের সামনে আসতেই হঠাৎই একজনকে ঝাপটে ধরে পাঁজাকোলে করে তুলে নেয় খাদ্যগুদামে কর্মরত বহির্রাজ্য বিহারী তিন যুবক৷ বদউদ্দেশ্য চরিতার্থ করার জন্যই দুই মহিলার মধ্যে একজনকে শ্রমিকদের নির্ধারিত আবাসে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন৷ দুই মহিলা চিৎকার করতে থাকে৷ ঘটনাস্থল থেকে অপর মহিলা কোনক্রমে দৌড়ে চলে যান৷ এরই মধ্যে তাদের আর্তচিৎকারে স্থানীয় মানুষরা জড়ো হতে থাকে৷ ঘটনার বাস্তবিকতা দেখে সংশ্লিষ্ট সময়ে রাস্তা দিয়ে বাইক আরোহী যুবকরা থেমে যায়৷
বাইক আরোহীরা স্থানীয় এলাকাবাসীদের সাথে নিয়ে কালবিলম্ব না করেই বিহারী যুবকদের নির্ধারিত আবাসে ঢুকে পড়েন৷ সম্মিলিতভাবে উপস্থিত মানুষেরা ডেরা থেকে সংশ্লিষ্ট মহিলাকে উদ্ধার করে তুলে আনে৷ সংশ্লিষ্ট শ্রমিকদের ঘেরাও করে কল্যাণপুর থানায় খবর দেয়৷ কল্যাণপুর থানার পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে মানুষের হাতে আটক অনেকটাই বিবস্ত্র বিহারী যুবকদের থানায় নিয়ে আসে৷ পুরো ঘটনার সবিস্তার জানিয়ে কল্যাণপুর থানায় অভিযুক্ত যুবদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা৷
পুলিশ সুনির্দিষ্ট মামলা গ্রহণ করেই অভিযুক্ত যুবকদের গারদে পুরে দেয়৷ মামলা নং – ১০০/২০২১ আন্ডার সেকশন ৩৪১/৩৫৪/৩৪ আইপিসি৷ অভিযুক্ত যুবকরা হল আমন যাদব (২৯), বিজয় কুমার শাঁ (৩০), অনুকুমার যাদব (২১)৷ অভিযুক্তরা মূলত বিহার রাজ্যের বাসিন্দা৷ কর্মসূত্রে কল্যাণপুর খাদ্য দপ্তরের শ্রমিক হিসেবে বিগত কয়েক বছর ধরেই অমর কলোনি এলাকায় ঘাঁটি গেড়ে আছেন৷ ইতিপূর্বেও এই খাদ্য দপ্তরের শ্রমিকদের বিরুদ্ধে এজাতীয় অভিযোগ উত্থাপিত হয়েছিল৷
দশমীর দিনই অভিযুক্তদের খোয়াই আদালতে প্রেরণ করা হলে আদালত অভিযুক্তদের আগামী ৮ নভেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠায়৷ নবমী পূজার দিনে কলঙ্কজনক এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে৷ অনাকাঙ্খিত ঘটনার জেরে নবমীর সন্ধ্যার পর থেকেই কল্যাণপুরে পূজার আনন্দে খানিকটা হলেও যে ভাটার পরিবেশ তৈরি হয়েছে এতে দ্বিমতের কোনো অবকাশ নেই৷