স্বামীর বাড়িতে অত্যাচারিত হয়ে এক গৃহবধূ গলায় বিষ ঢেলে আত্মহত্যা করল

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ অক্টোবর।। স্বামীর বাড়িতে অত্যাচারিত হয়ে এক গৃহবধূ গলায় বিষ ঢেলে আত্মহত্যা করার অভিযোগ৷ মৃতার নাম রুপন সরকার (২৫)৷ ঘটনা এয়ারপোর্ট থানাধীন গান্ধিগ্রামের এমসি টিলায়৷ প্রায় ৫ বছর আগে এয়ারপোর্ট থানাধীন দোগাঙ্গি এলাকার সুনীল সরকারের মেয়ে রুপন সরকারের বিয়ে হয় গান্ধিগ্রামের এমসি টিলার অভিজিৎ বিশ্বাসের সাথে৷

দীর্ঘদিন যাবত মদমত্ত অবস্থায় রুপনকে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে৷ গত ১৪ তারিখ ভোর রাতে মদমত্ত অবস্থায় বাড়িতে এসে স্ত্রী’র সাথে ঝগড়ায় লিপ্ত হওয়ার অভিযোগ অভিজিৎ’র বিরুদ্ধে৷ এমনকি রুপনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ৷ রুপনের বোনের অভিযোগ, এই ঘটনার জেরে রুপন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ কিন্তু তাকে বাঁচানোর পরিবর্তে স্বামী অভিজিৎ বিশ্বাস তাকে পুনরায় মারধর করে বলে অভিযোগ৷ পরে সকাল আটটা নাগাদ রুপনের বাড়ির লোকেরা গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়৷

জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা রাতে তার মৃত্যু হয়৷ অন্যদিকে অভিযুক্ত স্বামী অভিজিতের মা বলেন ঘটনার দিন ভোর রাতে স্বামী-স্ত্রী দু’জনকে আচমকা ঝগড়া করতে শুনতে পান৷ ঘর থেকে বেরিয়ে এসে দেখেন দু’জনের ঝগড়া করছেন৷ হঠাৎ পুত্রবধূ রুপন বাড়ির পাশে জঙ্গলে চলে যায় বলে জানান তিনি৷ সেখানে বহু খোঁজাখুঁজি করেও তার কোন হদিশ পাওয়া যায়নি৷

প্রায় এক ঘণ্টা পর তিনি নিজেই বাড়ি ফিরে আসেন৷ তখন জানান তিনি বিষ পান করেছেন৷ গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ অভিযুক্ত স্বামী অভিজিৎ বিশ্বাস সহ পরিবারের আরও তিনজনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান মৃতার পরিবারের সদস্যরা৷ এই ঘটনায় দোষীদের চিহ্ণিত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয় জনগণের৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?