করোনায় এ পর্যন্ত বিশ্বে মারা গেছে ৪৯ লাখ ৪ হাজার ৬৫০ জন

অনলাইন ডেস্ক, ১৬ অক্টোবর।। দেশে দেশে লকডাউন, বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি পালন ও গণ টিকাদান সত্ত্বেও করোনা এখনো দাপট দেখিয়ে যাচ্ছে। বিশেষ করে ভাইরাসের ভারতীয় ধরন ডেল্টা নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব। এর মাঝেই আরও এক লাখ মানুষ মারা গেল।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ জানায়, এ পর্যন্ত বিশ্বে মারা গেছে ৪৯ লাখ ৪ হাজার ৬৫০ জন।

মোট শনাক্ত হয়েছে ২৪ কোটি ৮ লাখ ২৩ হাজার ৫৭৭ রোগী। সুস্থ হয়ে উঠেছেন ২১ কোটি ৮০ লাখ ৭৬ হাজার ৮২৬ জন।

আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও দেশটি এক নম্বরে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ কোটি ৫৭ লাখ ৩৮ হাজার ৫৮৫ জন। মারা গেছে ৭ লাখ ৪৩ হাজার ৮৮০ জন।

৩ কোটি ৪০ লাখ ৫২ হাজার ৬৮৭ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৫২ হাজার ১০ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ১৬ লাখ ২৭ হাজার ৪৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

মারা গেছে ৬ লাখ ২ হাজার ৭২৭ জন মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়। যুক্তরাজ্যে ৮৩ লাখ ৬১ হাজার ৬৫১ জন শনাক্তের বিপরীতে মারা গেছে ১ লাখ ৩৮ হাজার ৩৭৯ জন।

তালিকার পঞ্চম অবস্থানে থাকা রাশিয়া ৭৯ লাখ ২৫ হাজার ১৭৬ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ২ লাখ ২১ হাজার ৩১৩ জন।

ওয়ার্ল্ডোমিটারের তালিকায় আক্রান্তের হিসাবে বাংলাদেশের অবস্থান ২৯। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছে।

এ নিয়ে মোট মারা গেছে  ২৭ হাজার ৭৪৬ জন। একই সময়ে করোনা আক্রান্ত ৩৯৬ জনকে শনাক্ত করা হয়েছে। মোট ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?