অনলাইন ডেস্ক, ১৫ অক্টোবর।। মিয়ানমারের জান্তা সরকারকে নিয়ে সরাসরি তীব্র প্রতিক্রিয়া জানালেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একদম শেষ মুহূর্তে আসিয়ানের বৈঠক পিছিয়ে দিয়েছিলেন তিনি।
আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে মিয়ানমার জান্তার সরকারের প্রতিনিধি উপস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেন গুতেরেস।
গত ১ ফেব্রুয়ারি দেশটির নির্বাচিত সরকারকে হটিয়ে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী।
এরপরের মাসগুলোতে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে হাজার খানেক মানুষ মারা যায়। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপের মুখেও নতি স্বীকার করেনি মিয়ানমার।
জাতিসংঘের কূটনীতিকেরা বলছেন, মিয়ানমারের জান্তা সরকারের প্রতিনিধির উপস্থিতিতে আসিয়ানের বৈঠকে যোগ দিয়ে তাদের প্রতি কোনো দিন ধরনের স্বীকৃতির সংকেত দিতে চাননি গুতেরেস।
গত শুক্রবার ১০ সদস্যের অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস বা আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা ছিল। এতে মিয়ানমারের প্রতিনিধি ছিলেন উনা মং লুইন।
কিন্তু আগের দিন ৭ অক্টোবর বৈঠক স্থগিত করা হয়। পরদিন আসিয়ানের সভাপতি ব্রুনেই জানায়, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়াদির প্রেক্ষিতে যতক্ষণ না পারস্পরিক সম্মতি পাওয়া যায় ততক্ষণ স্থগিত করার আহ্বান জানান গুতেরেস।
স্থগিত বৈঠকটি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকতে পারেন।
২৬ অক্টোবরের আসিয়ান সম্মেলনে অভ্যুত্থানকারীদের নেতা ও মিয়ানমারের সেনাপ্রধান উপস্থিত থাকবেন কিনা বৈঠকে সে বিষয়েও আলোচনা হবে।