তালেবানদের এক জ্যেষ্ঠ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু

অনলাইন ডেস্ক, ১৫ অক্টোবর।। তালেবানদের একটি জ্যেষ্ঠ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। আগস্টে তালেবানদের ক্ষমতা দখলের পর তুরস্কের সঙ্গে তালেবানদের এটিই প্রথম বৈঠক।

সফররত আফগান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বৃহস্পতিবার বৈঠকের পর আনাদলু এজেন্সিকে কাভুসোগলু বলেন, ‘আমরা তালেবান প্রশাসনকে পরামর্শ দিয়েছি।

আমরা বলেছি, তাদের দেশের একতার জন্য তাদের অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ নেওয়া উচিত। আমরা প্রশাসনে তালেবান ছাড়াও অন্য জাতিগোষ্ঠীর লোকদের অন্তর্ভুক্ত করার গুরুত্বের কথা বলেছি। ’

তিনি বলেন, ‘তুরস্ক মেয়েদের শিক্ষা এবং মহিলাদের কর্মসংস্থানের পরামর্শ দিয়েছে। বলেছি, এটি কেবল পশ্চিমা দেশগুলোর দাবি নয়, এটি ইসলামিক বিশ্বেরও পরামর্শ। ’

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাবুল থেকে পুনরায় নিয়মিত ফ্লাইট চালু করার নিরাপত্তা বিষয়ে দেশ হিসেবে তুরস্ক এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থার প্রত্যাশার কথাও জানিয়েছেন। ’

এদিকে তালেবান প্রতিনিধিদল তুরস্ককে মানবিক সহায়তা ও উন্নয়ন প্রকল্পে তাদের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

কাভুসোগলু বলেন, প্রতিনিধিদলটি তুরস্কের রেড ক্রিসেন্ট, দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ধর্ম বিষয়ক অধিদপ্তরের কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করবে।

তিনি বলেন, তালেবান কর্মকর্তারা তুরস্ক থেকে দেশে ফিরতে চান এমন আফগান শরণার্থীদের সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?