অনলাইন ডেস্ক, ১৫ অক্টোবর।। বান্ধবীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ আবাসন ব্যবসায়ী পরিবারের সদস্য রবার্ট ডার্স্টকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তার প্যারোলে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাও রাখা হয়নি।
পারিবারিক ব্যবসার উত্তরাধিকার সূত্রে ধনী এবং শতকোটিপতি হওয়া ডার্স্ট ‘দ্য জিংক্স’ শিরোনামে এইচবিওর একটি বিস্ফোরক ডকুমেন্টারির বিষয় ছিলেন। তিনি তার বন্ধু সুসান বারম্যানকে ২০০০ সালে তার বেভারলি হিলসের বাড়িতে মাথার পেছনে গুলি করে হত্যা করেছিলেন।
তবে তিনি সবসময় সেই অভিযোগ অস্বীকার করে এসেছেন।
ডার্স্ট তার স্ত্রীর নিখোঁজ হওয়ার বিষয়ে পুলিশের সাথে কথা বলা বন্ধ করতেই মিসেস বারম্যানকে (৫৫) হত্যা করেন। লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন সুসান বারম্যান। তিনি ডার্স্টের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিত ছিলেন।
ডার্স্টের স্ত্রী ক্যাথলিন এই হত্যাকাণ্ডের বেশ কিছু সময় আগে থেকেই নিখোঁজ ছিলেন। পুলিশের কাছে নিখোঁজ স্ত্রীর বিষয়ে সুসান তথ্য দিতে পারেন- এমন আশঙ্কা ছিল ডার্স্টের। তাই তিনি সুসানকে গুলি করে হত্যা করেছিলেন বলে আদালতে প্রমাণিত হয়েছে।
গত মাসে লস এঞ্জেলেসের একটি জুরি বোর্ড বারম্যানের হত্যার জন্য ৭৮ বছর বয়সী ডার্স্টকে দোষী সাব্যস্ত করতে মাত্র আট ঘন্টা সময় নিয়েছিল।
যাবজ্জীবন কারাদণ্ডের রায় পড়ার আগে বিচারক মার্ক উইন্ডহ্যাম বলেন, ‘এই অপরাধ ছিল সাক্ষী হত্যার। পরিস্থিতি … এই ভয়ঙ্কর, বিরক্তিকর অপরাধকে প্রচণ্ডভাবে বড় করে তুলেছে’।
উইন্ডহ্যাম এই মামলায় নতুন করে বিচারের জন্য আসামীর উকিলের অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, ‘আসলে, অপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে’।