অনলাইন ডেস্ক, ১৫ অক্টোবর।। বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন টিনেজ মিডফিল্ডার পেদ্রি। কাতালান ক্লাবটি ১৮ বছর বয়সী তারকার রিলিজ ক্লজ ধরেছে ১০০ কোটি ইউরো।
নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনায় থাকবেন পেদ্রি। শুক্রবার অফিশিয়াল চুক্তি হতে পারে দুই পক্ষের।
২০২০ সালের আগস্টে লাস পালমাস থেকে বার্সেলোনায় যোগ দেন পেদ্রি। গত মৌসুমে ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি ৫৩ ম্যাচ খেলেছেন তিনি।
ইউরো কাপে স্পেনের স্কোয়াডেও ছিলেন তিনি, যারা আসরের সেমিফাইনালে খেলে। স্পেন কোচ লুইস এনরিকে প্রতি ম্যাচেই প্রথম একাদশে রেখেছেন পেদ্রিকে। এ ছাড়া এ বছর স্পেনের অলিম্পিক ব্রোঞ্জজয়ী ফুটবল দলেও ছিলেন পেদ্রি।
এ মৌসুমে বার্সেলোনর হয়ে ৪ ম্যাচ খেলেছেন পেদ্রি। বার্সার অবশ্য ভালো সময় যাচ্ছে না। লা লিগায় টেবিলে সাত নম্বরে অবস্থান করছে দলটি। চ্যাম্পিয়নস লিগেও গ্রুপের তলানিতে রোনাল্ড কোম্যানের দল।