মাত্র ২৩ দিনে সারা বিশ্বে আরও এক কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে

অনলাইন ডেস্ক, ১৫ অক্টোবর।। মাত্র ২৩ দিনে সারা বিশ্বে আরও এক কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে শনাক্ত হওয়া কভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন সারা বিশ্বের ২৪ কোটির বেশি মানুষ।

দেশে দেশে লকডাউন, বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি পালন ও গণ টিকাদান সত্ত্বেও করোনা এখনো দাপট দেখিয়ে যাচ্ছে। বিশেষ করে ভাইরাসের ভারতীয় ধরন ডেল্টা নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ জানায়, এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ২৪ কোটি ৪ লাখ ২৬ হাজার ৯৮৯ জন মানুষ। মারা গেছে ৪৮ লাখ ৯৭ হাজার ৯৭৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ২১ কোটি ৭৭ লাখ ৩০ হাজার ৬২ জন।

আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও দেশটি এক নম্বরে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার ১২ জন। মারা গেছে ৭ লাখ ৪১ হাজার ৮৯৩ জন।

৩ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৫৯২ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৫১ হাজার ৮৪৭ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ১৬ লাখ ১২ হাজার ২৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ২ হাজার ২০১ জন মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়।

যুক্তরাজ্যে  ৮৩ লাখ ১৭ হাজার ৪৩৯ জন শনাক্তের বিপরীতে মারা গেছে ১ লাখ ৩৮ হাজার ২৩৭ জন।

তালিকার পঞ্চম অবস্থানে থাকা রাশিয়া ৭৮ লাখ ৯২ হাজার ৯৮০ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ২ লাখ ২০ হাজার ৩১৫ জন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?