অনলাইন ডেস্ক, ১৫ অক্টোবর।। উরুগুয়েকে রীতিমতো বিধ্বস্ত করে লাতিন অঞ্চল থেকে কাতার বিশ্বকাপের পথে আরেক ধাপ এগিয়ে গেল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শুক্রবার সকালে ৪-১ গোলে জিতেছে তিতের দল।
এদিন দলের তারকা ফরোয়ার্ড নেইমারের হাত ধরে ছন্দে ফিরে ব্রাজিল। নিজে গোল করার পাশাপাশি গোল করান তিনি।
নেইমার দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন তরুণ উইঙ্গার রাফিনিয়া। গোল পান গাব্রিয়েল বারবোসাও। আর উরুগুয়ের হয়ে একমাত্র গোলটি করেন লুইস সুয়ারেস।
এ নিয়ে ১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। সব পক্ষে থাকলে পরের ম্যাচেই নিশ্চিত হয়ে যেতে পারে পাঁচবারের চ্যাম্পিয়নদের কাতার বিশ্বকাপে খেলা।