অনলাইন ডেস্ক, ১৫ অক্টোবর।। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের মাঠে পেরুকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে কাতার বিশ্বকাপে খেলার যাত্রায় আরও এগিয়েছেন লিওনেল মেসিরা।
এদিন পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি পেরু। শেষ পর্যন্ত লাওতারো মার্তিনেজের গোলে জয় নিশ্চিত হয় লিওনেল স্কালোনির দলের।
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি গোল না করতে পারলেও খেলেছেন দুর্দান্ত। আর নিজের খেলা শেষ ৮ ম্যাচে এই নিয়ে ৬ গোল করলেন ইন্টার মিলানের স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ।
প্রথম থেকেই আক্রমণ করে খেলা শুরু করে আর্জেন্টিনা। রদ্রিগো দি পলের ক্রসে গোল করার সুযোগ পায় আর্জেন্টিনা। তবে অফসাইডের কারণে সে গোলটা বাতিল হয়ে যায়।
এরপর ৪২ মিনিটে ডানপ্রান্ত থেকে রাইটব্যাক নাহুয়েল মলিনার ক্রসে মাথা ছুঁইয়ে দুর্দান্তভাবে গোল করে দলকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ।
খেলার ৬৬ মিনিটে পেরু পেনাল্টি পেয়ে বসলে কপালে ভাঁজ পড়ে মেসিদের। কিন্তু পেরুর মিডফিল্ডার ইয়োশিমার ইয়োতুনের নেওয়া শট লাগে ক্রসবারে। শেষ পর্যন্ত আর গোল জোটেনি পেরুর কপালে।
লাতিন অঞ্চলে ১১ ম্যাচে মোট ২৫ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মেসিরা। যথারীতি শীর্ষ স্থান ধরে রেখেছে ব্রাজিল।