অনলাইন ডেস্ক, ১৫ অক্টোবর।। কিম কুক-সং নামে উত্তর কোরিয়ার এক সাবেক সেনা গোয়েন্দা কর্মকর্তা বিবিসির সাংবাদিক লরা বিকারের সঙ্গে এক সাক্ষাৎকারে দেশটির ‘সব গোপন খবর’ ফাঁস করে দিয়েছেন।
প্রথম সারির কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে উত্তর কোরিয়ার শীর্ষ কোনো সামরিক কর্মকর্তার এটাই প্রথম সাক্ষাৎকার।
তিনি উত্তর কোরিয়ার ক্ষমতাধর গুপ্তচর সংস্থায় ৩০ বছর ধরে কাজ করেছেন। কিম কুক-সং বলেন, ‘এই সংস্থাটি হচ্ছে ‘উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার চোখ, কান এবং মগজ’।
তিনি দাবি করছেন, তিনি উত্তর কোরিয়ার নেতাদের সব গোপন খবর জানেন, তাদের সমালোচকদের হত্যা করতে তিনি হত্যাকারী পাঠাতেন, এবং এমনকি ‘বিপ্লবের’ জন্য অর্থ সংগ্রহ করতে অবৈধ মাদক কারখানাও খুলেছিলেন।
এখন উত্তর কোরিয়ার এই সাবেক কর্নেল বিবিসির কাছে সবকিছু ফাঁস করে দিয়েছেন।
এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কিম কুক-সং বিবিসিকে বলেছেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট সরকারের মধ্যে তিনি ছিলেন ‘লালের চাইতেও লাল’ – অর্থাৎ একজন খুবই অনুগত কমিউনিস্ট।
কিন্তু উত্তর কোরিয়াতে আপনার সামরিক মর্যাদা কিংবা আনুগত্য আপনার নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে না, বলছেন তিনি।
প্রাণ বাঁচানোর জন্য তিনি ২০১৫ সালে পক্ষ ত্যাগ করেন। তখন থেকে তিনি দক্ষিণ কোরিয়ার সিউলে বসবাস করছেন এবং দেশটির গুপ্তচর সংস্থার সঙ্গে কাজ করছেন।
ওই সাক্ষাৎকারে তিনি জানালেন কীভাবে অর্থ সংগ্রহের জন্য উত্তর কোরিয়ার সরকার মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে অস্ত্র ও মাদক বিক্রি করছে।
পিয়ংইয়ং-এর সরকারের মধ্যে কীভাবে সিদ্ধান্ত নেয়া হয়, কীভাবে দক্ষিণ কোরিয়ার ওপর আক্রমণের পরিকল্পনা করা হয় এবং উত্তর কোরিয়ার গোপন গুপ্তচর বাহিনী ও সাইবার টিম কীভাবে বিশ্বজুড়ে তৎপরতা চালাতে পারে, কিম কুক-সং সেই বর্ণনাও দিয়েছেন।