অনলাইন ডেস্ক, ১৩ অক্টোবর।। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন শার্দুল ঠাকুর। যার পুরস্কার পেলেন হাতে নাতে। শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে এই পেস বোলিং অলরাউন্ডারকে।
বুধবার শার্দুলকে স্কোয়াডে অন্তর্ভুক্তির কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এর আগে রিজার্ভ খেলোয়াড় হিসেবে ছিলেন তিনি।
শার্দুলের জন্য মূল স্কোয়াডের জায়গা ছেড়ে দিতে হয়েছে অক্ষর প্যাটেলকে। এই স্পিনিং অলরাউন্ডর এখন রিজার্ভ খেলোয়াড় হিসেবে থাকবেন।
চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৮ উইকেট নিয়েছেন ২৯ বছর বয়সী শার্দুল।
এক বিবৃতিতে বিসিসিআই সভাপতি জয় শাহ বলেছেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পর অল ইন্ডিয়া সিনিয়র নির্বাচক কমিটি শার্দুলকে মূল স্কোয়াডে যোগ করার সিদ্ধান্ত নিয়েছে। অলরাউন্ডার অক্ষর প্যাটেল, যিনি ১৫ সদস্যের দলে ছিলেন, তিনি এখন স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন। ’
পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। তবে ফিটনেসের কারণে বোলিং করেননি তিনি। তার অভাব পূরণ করতেই শার্দুলকে দলে নিয়েছেন নির্বাচকেরা।
নির্বাচকদের কাছের একটি সূত্র পিটিআইকে বলেছেন, ‘নির্বাচকেরা অনুধাবন করছিলেন, একজন পেসার কম হয়ে গেছে। হার্দিক পান্ডিয়াও বোলিং করছেন না। মূল স্কোয়াডে তাই একজন অলরাউন্ডারের প্রয়োজন অনুভব করছিলেন তারা। ’
অক্ষর প্যাটেল এখন রবীন্দ্র জাদেজার ব্যাকআপ হিসেবে স্ট্যান্ডবাই দলে থাকবেন। পিটিআইয়ের খবরে বলা হয়েছে, অনুশীলনে সহায়তার জন্য আরো ৮ ক্রিকেটার ভারতীয় দলের সঙ্গে বায়ো-বাবলে থাকবেন।
২৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্য কুমার যাদব, রিশভ পন্ত (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি।
স্ট্যান্ডবাই: শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, দীপক চাহার।