বিশ্ব ক্রিকেটেরই এখন আলোচনার বিষয়—কার্টলি অ্যামব্রোস বনাম গেইলের বাগ্‌বিতণ্ডা

অনলাইন ডেস্ক, ১৩ অক্টোবর।। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ব্যাট-বলের যুদ্ধে নামার আগেই কথার লড়াইয়ে অবতীর্ণ ক্রিস গেইল। ক্যারিবিয়ান ক্রিকেট তো বটে, বিশ্ব ক্রিকেটেরই এখন আলোচনার বিষয়—কার্টলি অ্যামব্রোস বনাম গেইলের বাগ্‌বিতণ্ডা।

বিশ্বকাপে ‘ইউনিভার্স বস’র উপযোগিতা নিয়ে প্রকাশ্যে আলাপ তুলেছেন অ্যামব্রোস। গত মঙ্গলবার (১২ অক্টোবর) গেইলও কড়া জবাব দিয়েছেন তার সমালোচকদের। বিশেষ করে অ্যামব্রোসকে।

কয়েক বছর আগেও গেইলকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন অ্যামব্রোস। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ৪২ বছর বয়সী জ্যামাইকান ব্যাটসম্যানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন সাবেক ক্যারিবিয়ান কিংবদন্তি পেসার। আর তাতেই ক্ষেপে আগুন গেইল। পূর্বসূরির সমালোচনার জবাব দিলেন সোজা ব্যাট চালিয়ে। জানালেন, অ্যামব্রোসের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই।

মঙ্গলবার এক রেডিও স্টেশনের ‘দ্য আইল্যান্ড টি মর্নিং শো’তে এসে গেইল বলেন, ‘আমি আপনাকে ব্যক্তিগতভাবেই বলছি এবং আপনি কার্টলি অ্যামব্রোসকে জানিয়ে দিয়েন যে, ইউনিভার্সাল বস ক্রিস গেইলের কাছে তার জন্য কোনো শ্রদ্ধাবোধ নেই। ’অ্যামব্রোস-গেইলের এই কথার লড়াইয়ের শুরু বেশিদিন হয়নি।

কয়েকদিন আগে একটি রেডিও অনুষ্ঠানে অ্যামব্রোস জানান, গেইলকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা উচিত হয়নি। গত কয়েকটি ঘরোয়া সিরিজে এই বাঁহাতি ব্যাটারের কাছ থেকে খুব বেশি রান আসেনি বলেই এই দাবি করেন তিনি।

বিষয়টি নিয়ে খেপেছেন গেইল। ওই অনুষ্ঠানে ইউনিভার্স বস আরও বলেন, ‘আমি যখন ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দিয়েছিলাম, তখন তাকে খুবই শ্রদ্ধা করতাম। তবে এখন আমি মন থেকেই বলছি। জানি না ঘটনা কী, তবে অবসরের পর থেকেই সে আমার বিরুদ্ধে লাগছে। ’

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?