অনলাইন ডেস্ক, ১৩ অক্টোবর।। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যে ইচ্ছাকৃতভাবে ১৪ ক্যাঙারুকে হত্যার দায়ে দুই কিশোরকে অভিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার এমনটাই জানায় পুলিশ।
এনএসডব্লিউ পুলিশ এক বিবৃতিতে জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে লং বিচ এলাকায় বেশ কয়েকটি ক্যাঙারুর মৃতদেহ পড়ে থাকার খবর পায় তারা।
শনিবার লং বিচ এলাকায় দক্ষিণ উপকূলীয় পুলিশের জেলা কর্মকর্তারা প্রথমে পাঁচটি পূর্ণ বয়স্ক ও একটি অল্পবয়সী ক্যাঙারুর মৃতদেহ খুঁজে পান।
পুলিশ পরে আরও সাতটি মৃত ক্যাঙারু খুঁজে পান এবং একটি অল্পবয়সী ক্যাঙারু খুঁজে পাওয়া যায় ম্যালোনিস বিচ এলাকায়।
এছাড়া পুলিশ একটি আহত অল্পবয়সী ক্যাঙারু উদ্ধার করেন। এই ক্যাঙারুকে বন্যপ্রাণী উদ্ধারকারী দল ডব্লিউআইআরইএস নিজেদের তত্ত্বাবধানে নিয়েছে।
এই হত্যাকাণ্ডের অভিযোগে ১৭ বছর বয়সী দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তের জন্য স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার তাদের গ্রেপ্তার দেখানো হয়।