অনলাইন ডেস্ক, ১৩ অক্টোবর।। করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের দেশগুলোর ঋণের বোঝা ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২০ সালে রেকর্ড ৮৬০ বিলিয়ন ডলারে উন্নীত হয়। সংস্থাটি সোমবার ঋণের এই মাত্রা কমাতে জরুরি পদক্ষেপ নিতে আবেদন জানায়। খবর ভয়েস অব আমেরিকা।
হুঁশিয়ারি দিয়ে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস জানান, ব্যাংকটির ২০২২ সালের ঋণ সমীক্ষায় দেখা যায় নিম্ন আয়ের দেশগুলোর ঋণের বোঝা নাটকীয় হারে বৃদ্ধি পাবে।
ঋণের বোঝাকে সহনীয় পর্যায়ে নিতে দেশগুলোকে সাহায্য দেওয়ার অনুরোধ জানান তিনি।
নতুন রিপোর্টের সঙ্গে বিবৃতি প্রকাশ করে মালপাস জানান, এই ঋণের সমস্যার জন্য আমাদের সমন্বিত প্রয়াস নেওয়া প্রয়োজন। যেমন; ঋণের হার কমানো, দ্রুত পুনর্গঠন ও বর্ধিত স্বচ্ছতা অর্জন।
তিনি বলেন, দরিদ্র দেশগুলো অর্ধেক বাহ্যিক ঋণের সংকটে বা তার উঁচু ঝুঁকিতে রয়েছে।
অর্থনৈতিক পুনরুদ্ধার ও দারিদ্র্য বিমোচনে দেশগুলোকে সহায়তা দিতে প্রয়োজন পড়বে সহনীয় মাত্রায় ঋণের লাগাম ধরে রাখা। এ কথাও বলছিলেন মালপাস।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, ২০টি বড় অর্থনীতির গ্রুপের (ডিএসএসআই) বা ঋণ বাতিলকরণ উদ্যোগের মেয়াদ এ বছরের শেষ নাগাদ উত্তীর্ণ হয়ে গেলে ঋণের পুনর্বিন্যাস প্রচেষ্টা জরুরি। যা সাময়িকভাবে ঋণ পরিশোধ বিলম্বিত করবে।