অনলাইন ডেস্ক, ১৩ অক্টোবর।। কাবুলের শহরতলির বুশ মার্কেটের নাম পাল্টে রাখা হয়েছে মুজাহিদীন বাজারে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ক্রেতাদের বিশেষ করে তালেবানদের আকৃষ্ট করতে বাজারের নামে পাল্টেছেন দোকানদাররা।
অবশ্য এটা স্পষ্ট নয় যে এ বদলের পেছনে তালেবানদের কোনো নির্দেশ ছিল কিনা। কিন্তু কিছু ছবিতে দেখা যাচ্ছে বাজারটির বিভিন্ন দোকানের সাইনবোর্ডে বদলে গেছে নাম।
এর আগে একাধিক স্থাপনা ও স্থানের নাম বদলে ফেলে তালেবানরা। হামিদ কারজাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয় কাবুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বোরহানউদ্দিন রাব্বানি ইউনিভার্সিটি এখন কাবুল এডুকেশনাল ইউনিভার্সিটি ও মাসুদ স্কয়ার হয়েছে পাবলিক হেলথ স্কয়ার।
বুশ মার্কেট আফগানিস্তানে থাকা মার্কিন সেনাদের জন্য সামরিক পোশাক, জুতা, ইলেকট্রনিকস, খাবার ও পানীয় বিক্রির জন্য পরিচিত ছিল। তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নামেই বাজারটির নামকরণ হয়।