অনলাইন ডেস্ক, ১৩ অক্টোবর।। সেনাবাহিনীর অস্ত্র ভাণ্ডারে অত্যাধুনিক এস-৫০০ মিসাইল যোগ করার মধ্য দিয়ে আকাশ প্রতিরক্ষায় বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গেল রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা টাসকে জানিয়েছে, রাশিয়ার রাজধানী মস্কোর আকাশসীমা রক্ষাকারী একটি সামরিক ইউনিটের কাছে সর্বাধুনিক এস-৫০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম রেজিমেন্ট পৌঁছে দেওয়া হয়েছে’।
সূত্র বলেছে, ‘এস-৫০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম রেজিমেন্ট একটি ইউনিটের সার্ভিসে প্রবেশ করেছে, যেই ইউনিটের দায়িত্ব হল দেশের রাজধানীর ওপরের আকাশসীমা পাহারা দেওয়া এবং রক্ষা করা’। তবে ঠিক কোন সামরিক ইউনিটে এবং কত তারিখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানায়নি ওই সূত্র।
রাশিয়ার রাজধানী এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ডিস্ট্রিক্টের ওপরে আকাশের প্রতিরক্ষার দায়িত্বে আছে দেশটির ১৫ তম অ্যারোস্পেস ফোর্সেস আর্মি (স্পেশাল পারপাস)।
সূত্রের মতে, দ্বিতীয় এস-৫০০ রেজিমেন্ট ২০২২ সালের প্রথমার্ধে রাশিয়ান সেনাদের হাতে তুলে দেওয়া হবে।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি বোরিসভ বলেন, গত ১৬ সেপ্টেম্বর এস-৫০০ প্রোমেটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে এবং রাশিয়ার সশস্ত্র বাহিনীকে প্রথম লঞ্চার সরবরাহ করা হয়েছে। গত ২০ জুলাই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে, দক্ষিণ রাশিয়ার কাপুস্তিন ইয়ার টেস্টিং রেঞ্জে একটি উচ্চ গতির ব্যালিস্টিক টার্গেটের বিরুদ্ধে এর কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে।
আলমাজ-এন্টেই কনসার্ন উৎপাদিত, এস-৫০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো উচ্চতা থেকে এবং যে কোনো গতিতে চালানো হামলা মোকাবিলা করতে পারবে। বিমান এবং মহাকাশ থেকে হামলার সম্ভাব্য সকল উপায়ের বিরুদ্ধে প্রতিরক্ষা দিতে পারবে এস-৫০০। যে কোনো গতিতে চলা মহাকাশ যানও ধ্বংস করতে পারবে।
মহাকাশ থেকে ছোড়া যে কোনো ক্ষেপণাস্ত্র এবং পৃথিবীর কাছের কক্ষপথে থাকা উপগ্রহকেও ধ্বংস করতে পারবে এটি। এস-৫০০ প্রযুক্তির এই মিসাইলের নাম দেওয়া হয়েছে প্রমিথিউস।