অনলাইন ডেস্ক, ১৩ অক্টোবর।। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার পরামর্শক হিসেবে কাজ করবেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণার দিনই সাবেক এই অধিনায়ককে পরামর্শক করার বিষয়টি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
অনেকের মনেই প্রশ্ন ছিল, এই কাজের জন্য ধোনি কত পারিশ্রমিক নিচ্ছেন? কিন্তু সবাইকে আরেকবার ভুল প্রমাণ করে চমকে দিলেন ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক। বিশ্বকাপে বিরাট কোহলি-রোহিত শর্মাদের পরামর্শ দেওয়ার বিনিময়ে একটি পয়সাও নিচ্ছেন না ধোনি।
এ বিষয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ে সেক্রেটারি জয় শাহ বলেন, ‘ভারতীয় দলে পরামর্শক হিসেবে কাজ করার জন্য পারিশ্রমিক হিসেবে একটি টাকাও নিচ্ছে না ধোনি। এমনিতেই দায়িত্ব নেওয়ায় আমরা তার প্রতি কৃতজ্ঞ। ’
তিনি আরও বলেন, ‘আমার প্রস্তাবে সে খুশি মনেই বিশ্বকাপে জাতীয় দলের পরামর্শক হতে রাজি হয়ে যায়। কোচ রবি শাস্ত্রী এবং অন্যান্য সাপোর্ট স্টাফদের সঙ্গে থেকে ধোনি জাতীয় দলের দিক নির্দেশনার কাজ করবে। ’