অনলাইন ডেস্ক, ১৩ অক্টোবর।। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তবে ১৫ সদস্যের দলে জায়গা হয়নি সুনীল নারাইনের।
চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন কলকাতা নাইট রাইডার্সের এই স্পিনার। কিন্তু ফর্মে থাকলেও নারাইনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে না জানিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড।
আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ দলে পরিবর্তন আনার সুযোগ থাকছে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। এদিকে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দুর্দান্ত বোলিং করে আলোচনায় আসেন নারাইন। প্রশ্ন ওঠে— ৩৩ বছর বয়সী বোলিং অলরাউন্ডারে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে কিনা।
তবে পোলার্ড জানালেন, ‘নারাইনকে স্কোয়াডে না রাখার বিষয়ে ইতিমধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখন আরও কিছু বললে, তাহলে হয়তো সব ছড়িয়ে যাবে। যেমনটা নারাইনের বল ঘুরছে শারজার উইকেটে। আমি কথা বললে হয়তো বিষয়টা ভিন্ন দিকে চলে যাবে। আমরা এখন স্কোয়াডে যে ১৫ জন আছি, তাদের দিকেই মনোযোগ দেওয়া হোক। এটাই এখন বেশি গুরুত্বপূর্ণ। ‘
নারাইনের ব্যাপারে তিনি আরও বলেন, ‘আমি এসব নিয়ে আর কিছুই বলতে চাই না। এই ইস্যুতে অনেক আলোচনা হয়েছে। যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, তবে বলব, আমি তাকে একজন ক্রিকেটারের আগে প্রথমে বন্ধু হিসেবে জানি। সে বিশ্বমানের ক্রিকেটার। ’