অনলাইন ডেস্ক, ১৩ অক্টোবর।। পৃথিবীর ফুসফুস-খ্যাত আমাজনের জঙ্গল নষ্ট করছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এই অভিযোগ অনেক দিনের। এবার এ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে বলসোনারোর বিরুদ্ধে ফৌজদারি মামলার আরজি জানিয়েছে অস্ট্রিয়ার একটি পরিবেশ বিষয়ক সংস্থা অলরাইস।
বলসোনারো নিজেও বলেছেন, অর্থনৈতিক উন্নতির জন্য শিল্পোদ্যোগ প্রয়োজন।
এর জন্য যদি জঙ্গল কাটতে হয়, তাও তিনি করবেন। অভিযোগে এ বিষয়ও উল্লেখ করা হয়েছে।
পরিবেশ নিয়ে বরাবরই বিতর্কিত মন্তব্য করেছেন বলসোনারো। সবার চোখের সামনে তিনি আমাজন ধ্বংস করেছেন এবং পরিবেশ ধ্বংস করার জন্য কখনো ক্ষমাও চাননি। এর আগেও বহু পরিবেশ বিষয়ক সংস্থা তার বিরুদ্ধে মুখ খুলেছে। তবে এই প্রথম তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার প্রস্তুতি নেওয়া হলো।
অলরাইসের কর্মকর্তা ওয়েসেমান ডয়চে ভেলেকে বলেন, ব্রাজিলের প্রেসিডেন্টকে জেলে পাঠানো আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু এই মামলার মাধ্যমে পরিবেশ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিই মূল লক্ষ্য।
সংস্থাটি আন্তর্জাতিক আদালতকে যে চিঠি দিয়েছে, তাতে বলা হয়েছে, পরিবেশ ধ্বংস করা আসলে মানবতাকে ধ্বংস করার নামান্তর। এবং যারা সে কাজ করছেন, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা উচিত।
আদালতের কাছে দীর্ঘ রিপোর্ট পেশ করেছে অলরাইস। তাতে দেখা যাচ্ছে, ব্রাজিল গত কয়েক বছর যেভাবে আমাজন ধ্বংস করেছে তা অভূতপূর্ব। সেখানে যে কারখানা তৈরি হয়েছে তার থেকে যে পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট তৈরি হচ্ছে, তা ইতালি বা স্পেনের বাৎসরিক কার্বন ফুটপ্রিন্টের চেয়ে বেশি।
অলরাইসের বক্তব্য, আমাজন ধ্বংস করে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করা হচ্ছে, বাকি আমাজনের পক্ষে তা গ্রহণ করা সম্ভব নয়। অর্থাৎ, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এবং এর ফলে আমাজন জঙ্গলেরও বিপুল ক্ষতি হচ্ছে।
সংস্থাটির দাবি, যেভাবে আমাজন ধ্বংস করা হচ্ছে তাতে মানুষের মৃত্যুর হার বেড়ে যাবে। অতিরিক্ত এক লাখ আশি হাজার মানুষের মৃত্যু হবে। দ্রুত ব্যবস্থা না নিলে এই হার আরও বাড়বে বলে জানিয়েছে তারা।