অনলাইন ডেস্ক, ১৩ অক্টোবর।। ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠ ওয়েম্বলিতে হাঙ্গেরিকে আতিথেয়তা দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু ম্যাচের শুরুতেই লাগল হট্টগোল। পুলিশের সঙ্গে মারামারিতে জড়াল হাঙ্গেরি সমর্থকেরা। দলের খেলা দেখতে মাঠে এসেছিল হাজার খানেক হাঙ্গেরি সমর্থক।
কিন্তু ম্যাচের শুরুতেই পুলিশের সঙ্গে হট্টগোল লাগে তাদের। ম্যাচটিতে ইংল্যান্ডকে রুখে দিয়েছে হাঙ্গেরি। পিছিয়ে পড়ে ১-১ গোলে ড্র করেছে গ্যারেথ সাউথগেটের দল।
ডিফেন্ডার লুক শ’র ভুলে পেনাল্টি পায় হাঙ্গেরি। স্পট-কিকে ২৪তম মিনিটে দলকে এগিয়ে দেন রোল্যান্ড সালাই। তবে সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি হাঙ্গেরি।
প্রথমার্ধেই সমতায় ফেরে ইংল্যান্ড। ৩৭ মিনিটে গোল শোধ করেন ডিফেন্ডার জন স্টোনস। ম্যাচের বাকি সময় আর গোলের মুখ দেখেনি দু’দল। তবে গ্যালারিতে ফের সংঘাতে জড়িয়েছে ইংল্যান্ড ও হাঙ্গেরি সমর্থকেরা।
ড্র করলেও ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তলিকার শীর্ষে রয়েছে ইংল্যান্ড। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে হাঙ্গেরি আছে চতুর্থ স্থানে।
এদিকে, বাছাইপর্বের ‘এফ’ গ্রুপে ৮ ম্যাচে শতাংশ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করছে ডেনমার্ক।
গ্রুপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হয় ড্যানিশরা। ৫৩তম মিনিটে জোয়াকিম মিলের একমাত্র গোলে ১-০ গোলের জয় পায় ডেনমার্ক।