অনলাইন ডেস্ক, ১২ অক্টোবর।। ফিলিপাইনে প্রবল বৃষ্টি, ঝড় ও ভূমিধসের ঘটনায় কমপক্ষে নয়জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ১১ জন।
প্রবল বৃষ্টিতে গ্রামগুলো প্লাবিত এবং ভূমিধস শুরু হলে এ হতাহতের ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ মঙ্গলবার জানায়।
ক্যাগায়ান প্রদেশের তথ্য কর্মকর্তা রোগেলিও সেন্ডিং জানিয়েছেন, ১১টি পৌরসভা প্লাবিত হয়েছে।
মহাসড়ক ও ব্রিজসমূহ তলিয়ে গেছে। তবে মঙ্গলবার সকাল থেকে পানি কমতে শুরু করেছে বলে তিনি জানান।
ঘূর্ণিঝড় ‘কমপাসু’ সোমবার জনবহুল লুজন দ্বীপে তাণ্ডব চালায়। এরপর এটি দক্ষিণ চীন সাগরের দিকে ধেয়ে যায়।
ভূমিধসে পার্বত্য প্রদেশ ব্যাংকুয়েটে চারজনের প্রাণহানি ঘটে। ক্যাগায়ানে একজন ডুবে মারা গেছে। জাতীয় দুর্যোগ সংস্থা এ কথা জানিয়ে বলেছে, লুজনে আরও সাতজন নিখোঁজ রয়েছেন।
এছাড়া পশ্চিমাঞ্চলীয় পালাওয়ান দ্বীপে তীব্র ঝড়ে চারজন মারা গেছেন। আরও চারজন নিখোঁজ রয়েছেন।