স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ১০ অক্টোবর।। বিলোনীয়ার শচীন দেববর্মণ অডিটোরিয়ামে আজ সোসাইটি ফর ওয়েলফেয়ার অব মগ স্টুডেন্টস এর উদ্যোগে রাজ্যভিত্তিক ‘পঞ্চদশ মেরিট অ্যাওয়ার্ড এন্ড ফ্রেশার্স মিট ২০২১’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা।
প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন আগরতলা বেনুবন বিহার বুদ্ধমঠের অধ্যক্ষ ভেনারেবল চন্দ্রসুরিয়া। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, প্রতিটি জাতির নিজস্ব ভাষা, ধর্ম ও সংস্কৃতি রয়েছে। রাজ্যের প্রতিটি জনজাতি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে সরকার উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করলে তা অন্যান্য ছাত্রছাত্রীদেরও পড়াশুনার প্রতি উৎসাহি করে। অনুষ্ঠানে বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক বলেন, ধর্ম আমাদের সঠিকভাবে পথ চলার দিশা দেখায়। মগ সম্প্রদায়ের মেধাবী ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, আমাদের অহংকার।
তারা আগামীদিনে সুনাগরিক হয়ে গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মগ সোসিও কালচারেল অর্গানাইজেশনের সভাপতি সুচালা মগ ও সোসাইটি ফর ওয়েলফেয়ার অব মা স্টুডেন্টস-এর সভাপতি অংকিয়াচিং মগ।
স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক রাহুল মগ। অনুষ্ঠানে ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মগ সম্প্রদায়ের সর্বোচ্চ নম্বর প্রাপক ১০জন মেধাবী ছাত্রছাত্রী ও উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ ১০ জন সর্বোচ্চ নম্বর প্রাপক মেধাবী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়।
তাছাড়া এবছর মগ সম্প্রদায়ের যেসকল ছাত্রছাত্রী মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
রাজ্যের বিভিন্ন অংশের মগ সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে ঐতিহ্যবাহী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।