পাকিস্তানের পরমাণু বোমার জনক ড. আবদুল কাদির খান মারা গেছেন

অনলাইন ডেস্ক, ১০ অক্টোবর।। পাকিস্তানের পরমাণু বোমার জনক ড. আবদুল কাদির খান মারা গেছেন। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রেডিও পাকিস্তানের বরাত দিয়ে ডন ৮৫ বছর বয়সী এই পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর বিষয়টি জানিয়েছে।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টাক টুইটে লিখেছেন, এটি জাতির জন্য ‘বড় শূন্যতা’।

তিনি বলেন, ‘জাতির প্রতি তার সেবার জন্য পাকিস্তান তাকে আজীবন স্মরণ করবে। প্রতিরক্ষা সামর্থ্য বাড়াতে তার অবদানের জন্য জাতি তার কাছে ঋণী। ’

করোনা পজিটিভ হওয়ার পর গত ২৬ আগস্ট খান নিসার্চ ল্যাবোরেটরিজ হাসপাতালে ভর্তি হন আবদুল কাদির খান। পরে তাকে রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় প্রধানমন্ত্রী ইমরান খান কিংবা মন্ত্রিসভার কেউ তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেননি।

আবদুল কাদির খান ১৯৩৬ সালে ভারতের ভোপালে জন্মগ্রহণ করেন। এরপর ১৯৪৭ সালে দেশ ভাগের সময় পরিবারের সঙ্গে পাকিস্তান চলে আসেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?