স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ অক্টোবর।। শ্রমিক ও কৃষকদের মিছিলে ব্যস্ত রাখার বদলে রাজ্যে কাজের অনুকূল পরিবেশ তৈরির মাধ্যমে রোজগারের সুযোগ সৃষ্টিতে গুরুত্ব দিয়েছে সরকার। শ্রমিকদের অর্থনৈতিক মানোন্নয়নের মাধ্যমে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলির প্রতি সরকার আন্তরিক। আসন্ন শারদীয়া দুর্গোৎসবে সামনে রেখে আজ আগরতলা বটতলা এলাকায় এক বস্ত্রদান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার শ্রমিকদের অর্থনৈতিক ও জীবনমান উন্নয়নে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। ভূমিহীন বর্গাদার কৃষকদের স্বার্থে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে সরকার। এরফলে বিভিন্ন প্রকল্পের সহায়তায় ভূমিহীন ও প্রকৃত কৃষকরা রোজগারের নতুন দিশা খুঁজে পেয়েছেন।
সমাজের অন্তিম ব্যক্তির আর্থসামাজিক মানোন্নয়নে রাজ্যে একাধিক পরিকল্পনা রূপায়িত হচ্ছে। দলীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠে প্রকৃত সুবিধাভোগী পর্যন্ত সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে যাচ্ছে। এরই
ফলশ্রুতিতে বেড়েছে মাথাপিছু রোজগার।
বর্তমানে চাঁদা জুলুম থেকে রেহাই পেয়েছেন শ্রমিকরা। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিগত দিনে বিভিন্ন কারণে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি উপেক্ষিত ছিলো।
তাদেরকে মিছিল মিটিং আন্দোলনে ব্যস্ত করে রাখা হতো। কিন্তু বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সহায়তা পাচ্ছেন কৃষক এবং শ্রমিকরা। তাদের রোজগার সৃজনের লক্ষ্যে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গৃহীত হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের সমস্ত ক্ষেত্রেই উন্নয়ন সাধিত হচ্ছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থার আধুনিকীকরণ, উন্নত নিকাশি সড়ক সহ আধুনিকতা এসেছে নগর পরিষেবায়। এই ধরনের আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রশংসা করে কোভিড আচরণবিধি মেনে শারদোৎসবের আনন্দ উপভোগ করতে সবার প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরা উন্নয়নের পথে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে। উন্নয়নের নিরিখে প্রায় সমস্ত ক্ষেত্রেই পরিবর্তন এসেছে রাজ্যে।
কোভিড পরিস্থিতিতে রাজ্য সরকারের সঠিক ব্যবস্থাপনায় একজন শ্রমিককেও অনাহারে থাকতে হয়নি। কোভিড অতিমারী আচরণবিধিগত কারণে শ্রমিকরা যখন বাড়িতে তখন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছে সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আহ্বানে সাড়া দিয়ে ক্লাব, সামাজিক সংস্থা এবং অন্যান্য উদ্যোক্তারা মানব সেবায় আরও বেশি করে নিজেদের নিয়োজিত করছেন।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গৃহপরিচারিকা, মহিলা নির্মাণ শ্রমিক, এএমসি-র সাফাই কর্মী সহ অর্থনৈতিকভাবে অস্বচ্ছল এমন মহিলাদের বজ্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী বিপ্লব কর সহ অন্যান্যরা।