স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ৯ অক্টোবর।।
বিদ্যুৎ পরিষেবার সুফল সবার কাছ পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ
করছে। তাই রাজ্যে বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ শান্তিরবাজার মহকুমার বেতাগায় ৩৩ কেভি সাবস্টেশনের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন। তিনি বলেন, জনগণের বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য রাজ্যে ৩১টি সাবস্টেশন তৈরী করা হচ্ছে।
চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সব কটি সাবস্টেশন চালু করা হবে। তিনি বলেন, বিদ্যুৎ পরিষেবা পাবার ক্ষেত্রে জনগণের যাতে সমস্যা না হয় সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক প্রমোদ রিয়াৎ, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক ও বিদ্যুৎ দপ্তরের সচিব কিরণ গিতো। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এম এস কেলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ডিরেক্টর (টেকনিক্যাল) দেবাশিস সরকার। এই সাবস্টেশনটি ১ একর জায়গায় ইনটিগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্ট স্কিমে স্থাপন করা হয়েছে। বায় হয়েছে ৭.০৯ কোটি টাকা।