স্টাফ রিপোর্টার, অমরপুর, ৯ অক্টোবর।। মানুষকে পরিশ্রুত পানীয়জল দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যেই জল জীবন মিশনে সারা রাজ্যে বাড়ি বাড়ি পানীয়জলের সংযোগ দেওয়া হচ্ছে। এই কাজ মিশন মুডে সম্পন্ন করতে হবে।
আজ অমরপুর ডাক বাংলোয় জল জীবন মিশনে বাড়ি বাড়ি পানীয়জল সংযোগের অগ্রগতি নিয়ে গোমতী জেলাভিত্তিক এক পর্যালোচনা সভায় একথা বলেন পানীয়জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী সুশান্ত চৌধুরী।
পর্যালোচনা সভায় গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রঞ্জিৎ দাস, বিধায়ক সিন্ধু চন্দ্র জমাতিয়া, পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের সচিব কিরণ গিত্যে, জেলাশাসক ও সমাহর্তা রাভেল হেমেন্দ্র কুমার, জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতি ও বিএসি-র চেয়ারম্যানগণ, জেলার বিভিন্ন মহকুমার মহকুমা শাসকগণ, বিডিওগণ ও পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
পর্যালোচনা সভায় পানীয় জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী সুশান্ত চৌধুরী গোমতী জেলার জল জীবন মিশনের কাজের অগ্রগতির খোঁজখবর নেন। তিনি বলেন, জেলার প্রত্যেক বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়ার কাজ আগামী ৫ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।
বাড়ি বাড়ি পানীয়জলের সুযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রান্তিক এলাকাগুলিকে অধিক গুরুত্ব দিতে হবে। অ্যাসপিরেশনাল ব্লকগুলিকে পানীয়জলের উৎস তৈরির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।
সভায় মন্ত্রী শ্রীচৌধুরী জেলার গ্রামীণ এলাকায় জল জীবন মিশনে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ বিদ্যুৎ নিগম এবং পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মধ্যে সমন্বয় রেখে করার পরামর্শ দেন।