স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ অক্টোবর।।
রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে বৃহস্পতিবার দুটি অক্সিজেন প্লান্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিক।
রোগীদের মধ্যে অক্সিজেন সরবরাহ করার ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হলেও রাজ্যের প্রধান হাসপাতাল জিবি। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের আর্থিক আনুকূল্যে দুটি বৃহৎ আকারের অক্সিজেন প্লান্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্লান্ট দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিবিপি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়া জিবি হাসপাতালে আধিকারিক সহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জিবি হাসপাতাল এর দুটি অক্সিজেন প্লান্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে অক্সিজেনের প্রয়োজনীয়তা যথেষ্ট। করুনার দ্বিতীয় ঢেউয়ে তা মানুষ ভালোভাবে টের পেয়েছেন।
পরিস্থিতি বিবেচনা করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সর্বত্র হাসপাতালগুলিতে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। সে অনুযায়ী ত্রিপুরার প্রধান হাসপাতাল জিবিতে দুটি বৃহৎ আকারের অক্সিজেন প্লান্ট চালু করা হয়েছে।
এই দুটি অক্সিজেন প্লান্ট চালু হওয়ায় এখন থেকে জিবি হাসপাতাল এ শুধু করুণা আক্রান্ত রোগী নন যে কোনো রোগী অক্সিজেনের পরিষেবা দিতে পারবেন। জিমি হাসপাতালে অক্সিজেন এর কোন অভাব নেই বলে তিনি দাবি করেন।
এই প্রকল্প দুটি চালু করা এ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি রাজ্যবাসীর তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আগরতলা জিবি হাসপাতাল ছাড়াও রাজ্যের অন্যান্য মোট আটটি হাসপাতালে এ ধরনের অক্সিজেন প্লান্ট চালু করা হয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিক।