ইরানের সঙ্গে শিগগিরই পরমাণু আলোচনা পুনরায় শুরুর আশা করছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক, ৫ অক্টোবর।। ইরানের সঙ্গে শিগগিরই পরমাণু আলোচনা পুনরায় শুরুর আশা করছে যুক্তরাষ্ট্র। দেশটির একজন সিনিয়র কর্মকর্তা সোমবার এমনটা জানিয়েছেন। তবে একই সঙ্গে তেহরানের উদ্বেগজনক পরমাণু সক্ষমতা বেড়ে যাওয়ার কথাও তুলে ধরেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আলোচনার জন্য আমরা খুব স্বল্প সময়ের মধ্যেই ভিয়েনায় ফিরতে পারবো বলে আশা করছি।’

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার বলেছেন, নভেম্বরের প্রথম দিকেই নতুন দফায় আলোচনা শুরু হতে পারে।

ওয়াশিংটনে মঙ্গলবার ও বুধবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা দলের আলোচনার মূল বিষয় হবে ইরানের পরমাণু কর্মসূচি।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আয়াল হুলাতা এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় উভয় দেশের কূটনীতিক, সামরিক ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে ট্রাম্প প্রশাসন বেরিয়ে আসলেও বাইডেন ক্ষমতায় এসে ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করায় তৎপর হন। তিনি যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তিতে ফিরিয়ে নিতেও উদ্যোগী হয়েছেন।

ওই কর্মকর্তা বলছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে কূটনীতিই সমস্যা সমাধানের সবচেয়ে ভালো উপায়।তবে তিনি বলেন, কূটনীতি কাজ না করলে অন্য উপায় আছে। তবে আমি মনে করি তা নির্ভর করছে ইরানের ওপর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?