Road Blocked: গুলী করে কৃষক হত্যার প্রতিবাদ জানিয়ে কৈলাসহরে পথ অবরোধ করেছে কংগ্রেস

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ৫ অক্টোবর।। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সাথে খারাপ ব্যবহার এবং সম্পুর্ন অন্যায় ভাবে গ্রেফতার করার প্রতিবাদে এবং কৃষক আন্দোলনে গুলী করে কৃষক হত্যার প্রতিবাদ জানিয়ে ঊনকোটি জেলার কৈলাশহর এর পথ অবরোধ করেছে কংগ্রেস দল।

কেন্দ্রীয় মন্ত্রী পুত্রকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে মংগলবার দুপুরে ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে কৈলাসহর কুমারঘাট রাস্তা অবরোধ করা হয়।

ঊনকোটি জেলার জেলাশাসকের অফিসের সামনে নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং যোগী আদিত্য নাথের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস কর্মীরা। আন্দোলনের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরজিত সিনহা।

এছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা, রুনু মিঞা, যুব নেতা নজরুল ইসলাম সানু, ছাত্র নেতা জুবের আহমেদ খান সহ আরও অনেকে।

বিক্ষোভ আন্দোলন শেষে প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরজিত সিনহা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্যের আটটি জেলাতেই মংগলবার জেলাশাসকের অফিসের সামনে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছে। তিনি বলেন, বিজেপি দল ভয় পেয়ে বিরোধী দলের নেতা নেত্রীদের কৃষক আন্দোলনের পাশে যেতে দিচ্ছে না।

সম্পুর্ন অন্যায় ভাবে পুলিশ দিয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করা হয়েছে।আগামীদিনে এই আন্দোলন ত্রিপুরা রাজ্যের গ্রামাঞ্চলেও করা হবে বলেও জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?