স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ অক্টোবর।। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী।
আজ সচিবালয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর অফিসকক্ষে ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার মুহাম্মদ জুবায়েদ হোসেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন।
আলোচনাকালে দুই দেশের মধ্যে আগামীদিনে কৃষ্টি সংস্কৃতির বিনিময় ও খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে সূদৃঢ় করতে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
সাক্ষাৎকারের সময় বাংলাদেশ সহকারী হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারী ও হেড অব চ্যান্সেরি এস এম আসাদুজ্জামানও উপস্থিত ছিলেন।