Football: সাফ চ্যাম্পিয়নশিপে টানা দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ গোলে হারায় নেপাল

অনলাইন ডেস্ক, ৫ সেপ্টেম্বর।। সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নেপাল। সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ গোলে হারায় নেপাল। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক মালদ্বীপকে হারিয়েছিল দলটি।

এদিন নেপালের পক্ষে গোল তিনটি করেন সুমন লামা, অঞ্জন বিস্তা ও আইয়ুশ ঘালান। শ্রীলঙ্কার পক্ষে গোল দুটি করেন মারভিন হ্যামিল্টন ও ডিলন ডি সিলভা।

পাঁচ দলের রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নেপাল। আর দিনের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১-১ ড্র করা বাংলাদেশ দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

১ পয়েন্ট নিয়ে তিনে আছে এক ম্যাচ খেলা ভারত। টানা দুই হারে শ্রীলঙ্কা এখনো পয়েন্টের খাতাই খুলতে পারেনি। এক ম্যাচ খেলা মালদ্বীপও পয়েন্ট শূন্য।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?