অনলাইন ডেস্ক, ৫ অক্টোবর।। সামরিক হুমকির তৃতীয় দিনে তাইওয়ানের আকাশসীমায় রেকর্ড ৫৬টি বিমান উড়িয়েছে চীন। যাকে বাড়াবাড়ি বলে উল্লেখ করেছে তাইপে।আল জাজিরা জানায়, সোমবার প্রথম দফায় ৫২টি বিমান উড়ায় চীন। যেখানে অন্যান্য বিমানের সঙ্গে ৩৪টি জে-১৬ জেট ও ১২টি এইচ-৬ বোমারু বিমান ছিল। দ্বিতীয় দফায় চারটি জে-১৬ বিমান বাফার জোন লঙ্ঘন করে।
আকাশসীমা লঙ্ঘনের প্রতিরোধে তাইওয়ান নিজেদের বিমান উড়ায় এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছু পর্যবেক্ষণ করছে বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তাইওয়ানের প্রধানমন্ত্রী সু তেসং-চ্যাং জানান, তাদের আরও সতর্ক হতে হবে এবং চীনের তৎপরতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ঝুঁকি মুখে ফেলেছে।
চীনের এমন পদক্ষেপের বিপরীতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা কথা বলেন।
১ অক্টোবর নিজেদের জাতীয় দিবস উদ্যাপনের দিন থেকে তাইওয়ানের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাংশের বিমান প্রতিরক্ষা সীমায় বারবার প্রবেশ করছে চীনের যুদ্ধবিমান। সব মিলিয়ে ১৪৮টি চীনা বিমান দেখা গেছে এ অঞ্চলে।
গণতান্ত্রিকভাবে স্বশাসিত তাইওয়ানকে বরাবরই নিজেদের অঞ্চল বলে দাবি করে আসছে চীন। প্রয়োজনে বল প্রয়োগ করে দখলে নেওয়ার হুমকিও দিয়ে আসছে।