নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর।।রেগার কাজের টাকা পাওনা নিয়ে পঞ্চায়েত অফিস কক্ষে তালা ঝোলালো গ্রামবাসী। ঘটনা তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীনস্থ খামারবাড়ি গ্রাম পঞ্চায়েতে শুক্রবার দুপুর বারোটা নাগাদ।
শুক্রবার তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীনে খামারবাড়ি গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী সাধারন জনগন গ্রাম পঞ্চায়েতে একত্রিত হয়ে পঞ্চায়েত সচিব প্রদীপ সেন এর কাছে জানতে চায় যে ২১২ টাকা করে কাগজে পত্রে থাকলেও তারা কেন ১৮০ টাকা করে মজুরি পাচ্ছে। এ বিষয় সম্পর্কে পঞ্চায়েত সচিবের সঙ্গে কথা বলতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পঞ্চায়েত সচিব সহ পঞ্চায়েতে থাকা সরকারি কর্মচারীদের পঞ্চায়েত অফিস কক্ষে তালাবন্ধী করে দেয় ক্ষুব্দ শ্রমিকরা। ঘটনার খবর যায় তেলিয়ামুড়া থানায় এবং তেলিয়ামুড়া আর.ডি ব্লকে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং তেলিয়ামুড়া ব্লকের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়।
পরবর্তীতে দীর্ঘ প্রায় ৩ ঘন্টা সময় ধরে গ্রামবাসীদের সঙ্গে পুলিশ এবং ব্লকের আধিকারিকদের দফায় দফায় কথাবার্তা চলে। বিকেল তিনটে নাগাদ তাদের এই বিষয়টি সম্পর্কে উর্দ্ধতন আধিকারিকদের নজরে নেওয়া হবে এবং বিষয়টি সম্পর্কে খতিয়ে দেখা হবে এই আশ্বাস পেলে তালামুক্ত হয় পঞ্চায়েত অফিস কক্ষ।