Software: রাজ্যে সফটওয়ার প্রোগ্রামিং-এ মেয়েদের জন্য ১৫০ আসন বিশিষ্ট ক্যাম্পাসের সূচনা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। রাজ্যে মহিলাদের স্বশক্তিকরণের মধ্য দিয়ে স্বরোজগারি মানসিকতায় স্বনির্ভর ত্রিপুরা গড়ার পথে অগ্রসর হচ্ছে রাজা। আজ ত্রিপুরায় শিক্ষা ক্ষেত্রে নতুন একটি পালক সংযোজিত হলো। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শহীদ ভগৎ সিং যুব আবাসে ‘ফ্রি জব লিঙ্কড ট্রেনিং ইন সফটওয়ার প্রোগ্রামিং-এ মেয়েদের জন্য ১৫০ আসন বিশিষ্ট ক্যাম্পাসের সূচনা করে একথা বলেন।

আজ সচিবালয়ের ২ নং কনফারেন্স হলে ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তর এবং নবগুরুকুল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বোতাম টিপে ‘ফ্রি জব লিঙ্কড ট্রেনিং ইন সফটওয়ার প্রোগ্রামিং-এ মেয়েদের জন্য ১৫০ আসন বিশিষ্ট ক্যাম্পাসের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তর এবং নবগুরুকুল ফাউন্ডেশনের মধ্যে একটি চুক্তিও সাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, জনজাতি কল্যাণ দপ্তর এবং নবগুরুকুল ফাউন্ডেশনের এই যৌথ উদ্যোগ স্বনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এক বলিষ্ঠ পদক্ষেপ। ১৮ মাসের এই ফ্রি রেসিডেন্সিয়াল কোচিং-এ সফটওয়ার ট্রেনিং সহ পার্সোনেলিটি ডেভেলপমেন্ট কোর্সের ব্যবস্থা রয়েছে। তিনি বলেন, এই বছর ১৫০ জন দশম শ্রেণী উত্তীর্ণ মেয়েদের নেওয়া হবে।

ইতিমধ্যে প্রায় ৪৪ জন মেয়ে অনলাইনে পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে নির্বাচিত হয়েছে। চাকরির নিশ্চয়তার ক্ষেত্রে নবগুরুকূল সংস্থা দায়িত্বে থাকছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি রাজ্যে প্রথমবারের মতো এই ধরণের উদ্যোগ নেওয়ায় মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী, কর্মকর্তা সহ নবগুরুকুল ফাউন্ডেশনের কর্ণধার এবং সদস্যদের সাধুবাদ জানান।

তিনি বলেন, ত্রিপুরার যুব সম্প্রদায় যারা স্বরোজগারি মানসিকতা নিয়ে এগিয়ে চলছে তাদের জন্য এটি একটি লক্ষ্যণীয় উদ্যোগ। মুখ্যমন্ত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রীদের সফল জীবন এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি স্বরোজগারি মানসিকতা নিয়ে স্বনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আগামীদিনে এই সকল ছাত্রীরা অগ্রণী ভূমিকা নেবে বলে তিনি আশাবাক্ত করেন।

মুখ্যমন্ত্রী বলেন, নবগুরুকুল সংস্থা আগামীদিনে রাজ্যে আরও ১০ হাজার শিক্ষার্থী যাদের মোবাইল ও স্মার্ট ফোন রয়েছে তাদেরও ফ্রি স্পোকেন ইংলিশ, পার্সোনেলিটি ডেভেলপমেন্টের উপর প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেবে, যা আমাদের রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের বিকাশে অত্যন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ।

এর ফলে রাজ্যের উপকৃত হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, বর্তমান শিক্ষাঙ্গনে কম্পিউটার শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। মূলত এর জন্যই এই উদ্যোগ।

এর ফলে রাজ্যের মেয়েরা খুবই উপকৃত হবেন। অনুষ্ঠানে জনজাতি কল্যাণ দপ্তরের সচিব তনুশ্রী দেববর্মা এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা এল টি ডার্লং।

অনুষ্ঠানে নবগুরুকুল ফাউন্ডেশনের সিইও অভিষেক গুপ্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলার শিক্ষার্থীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন। একটি তথ্যচিত্রও অনুষ্ঠানে প্রদর্শিত হয়।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?