স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২৯ সেপ্টেম্বর।। স্কলারশিপ প্রকল্প বাস্তয়নের ওপর ঊনকোটি জেলা পর্যায়ের একদিবসীয় সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে৷ এসসি-এসটি-ওবিসি ও মাইনোরিটি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সচেতনতামূলক কর্মসূচি৷
উপস্থিত ছিলেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস, ঊনকোটি জেলাশাসক ইউকে চাকমা, তপশিলি জাতি দপ্তরের ডাইরেক্টর সন্তোষ দাস, জেলা শিক্ষা অধিকারের প্রশান্ত কিলিকদার ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ বিভিন্ন বিদ্যালয়ের, শিক্ষক-শিক্ষিকা সহ অন্যান্যরা৷
কেন্দ্র ও রাজ্য সরকার এসসি-এসটি- ওবিসি ও মাইনোরিটি ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে কিন্তু দেখা যাচ্ছে রাজ্যে তা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না৷
অধিকাংশ ছাত্র-ছাত্রীই বিভিন্ন কারণে এইসব স্কলারশিপ প্রকল্প থেকে বঞ্চিত থাকছে৷ প্রতিটি ছাত্রছাত্রী যেন সরকারি প্রকল্পগুলির সঠিক সুযোগ পায় সে বিষয়েই মূলত এই সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় আজ৷