স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৮ সেপ্টেম্বর।। পদ্মবিল ব্লকের মহারাণী কাঞ্চনপ্রভা দেবী কমিউনিটি হলে আজ রাষ্ট্রীয় পুষ্টি মিশনে পোষণ মাস ২০২১-র সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। খোয়াই জেলা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা।
অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি বলেন, রাষ্ট্রীয় পোষণ মিশনে মা ও শিশুদের অপুষ্টি দূর করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় এই প্রকল্পে রাজ্যের সর্বত্রই পোষণ মাস অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী আরও বলেন, মা, শিশু ও শিশু কন্যাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ গুরুত্ব আরোপ করেছে।
এই লক্ষ্যে রাষ্ট্রীয় পোষণ মিশন ছাড়াও প্রধানমন্ত্রী মাত্র বন্দনা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও ও মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার কর্মসূচি রাজ্যে সাফল্যের সাথে রূপায়িত হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা।
সভাপতিত্ব করেন বিধায়ক প্রশান্ত দেববর্মা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা কার্যালয়ের উপঅধিকর্তা সঞ্জিত রূপিনী। উপস্থিত ছিলেন খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক সুশান্ত কুমার সরকার, মহকুমা শাসক অসিত কুমার দাস, ব্লকের বিডিও বি ডার্লং প্রমুখ।
পোষণ মাসের সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে আজ কমিউনিটি হল প্রাঙ্গণে পুষ্টিকর রান্না করা খাবারের প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৭টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ পুরস্কার তুলে দেন।
তাছাড়াও অনুষ্ঠানে ৬ জন মায়ের হাতে পোষণ কিট তুলে দেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা। অনুষ্ঠানে ব্লকের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীগণ সহ আই সি ডি এস-র কর্মীগণ উপস্থিত ছিলেন।