Review: রাজ্যের ফায়ার স্টেশনগুলিকে আধুনিক করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা মন্ত্রী রামপ্রসাদ পাল আজ অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তরের বিভিন্ন কর্মসূচির পর্যালোচনা করেন। সচিবালয়ে এই পর্যালোচনা সভায় দপ্তরের সমস্ত কর্মসূচি ও আগামীদিনের পরিকল্পনার বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

পর্যালোচনা সভায় দপ্তরের অধিকর্তা ও রাজ্যের সমস্ত ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ সহ বিভিন্ন পর্যায়ের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। পর্যালোচনা সভায় অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, জনস্বার্থে জনতার সেবক হিসেবে দপ্তরকে কাজ করতে হবে।

দপ্তরের সমস্ত কর্মসূচি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। অনলাইন ফায়ার ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করার ২০ দিনের মধ্যে সমস্ত নিয়ম কানুন মেনে প্রদান করতে তিনি দপ্তরকে নির্দেশ দেন।

কেন্দ্রীয় সরকারের এনআইসি-র দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলাপ আলোচনা করে একটি নির্ভুল অনলাইন ফায়ার ক্লিয়ারেন্স পরিষেবা আগামী এক মাসের মধ্যে চালু করার জন্যও তিনি দপ্তরকে উদ্যোগ নিতে বলেন। তিনি বলেন, রাজ্যে ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে ৪৯টি ফায়ার স্টেশন হয়েছে। রাজ্যের ফায়ার স্টেশনগুলিকে আধুনিক করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

পর্যালোচনা সভায় দপ্তরের অধিকর্তা অনিন্দ্য কুমার ভট্টাচার্য পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দপ্তরের প্রবাহমান কর্মসূচি এবং সমস্ত আধুনিক অগ্নি নির্বাপক যন্ত্রপাতি নিয়ে কেন্দ্রীয় সরকারের সাহায্যে এবং পরামর্শে কিভাবে দপ্তরের আধুনিকীকরণ করে সঠিক সময়ে পরিষেবা দেওয়া যায় তার বিস্তৃত কর্মসূচি সবার সামনে তুলে ধরেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?