স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। মেক মাই ট্রিপ ভ্রমণ সংস্থাকে আর্থিক জরিমানা করলো ভোক্তা আদালত৷ সংস্থার বিমান টিকেট বাতিল করার পর টাকা ফেরত না দেওয়ার অভিযোগ করেছিলেন ভোক্তা ক্রেতা রণজয় রায় চৌধুরি৷
বাদী ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি দিল্লি যাওয়ার উদ্দেশ্যে পরিবারের পাঁচ সদস্যের জন্য ২৮,৮০০ টাকা ব্যয়ে আগরতলা দিল্লির বিমান টিকেট ক্রয় করে৷ পরবর্তী সময় বিশেষ প্রয়োজনে টিকিটটি বাতিল করতে হলে সংস্থা মাত্র ৫ হাজার ৯০০ টাকা ফেরত দেবে বলে জানায়৷
যদিও সংস্থার পক্ষে এই অর্থমূল্যও ফেরত দেওয়া হয়নি৷ গোটা বিষয়টি জানিয়ে বাদীর পক্ষে রাজ্য ভোক্তা আদালতে মামলা দায়ের করা হলে সম্প্রতি এই ভ্রমণ সংস্থাকে জরিমানার আদেশ দেন আদালতের বিচারপতি রুহিদাস পাল৷
বাদীর পক্ষে বিস্তারিত অভিযোগও বিভিন্ন অনলাইন যোগাযোগের বিষয়টি ব্যাখ্যা করে তুলেন আইনজীবী কৌশিক রায়৷