স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৯ সেপ্টেম্বর।। ফের খোয়াই শিঙিছড়া এলাকায় একটি মারুতি গাড়ি তল্লাশি চালিয়ে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে৷ এসময় তিন ব্যক্তিকে আটক করেছে খোয়াই ট্রাফিক ইউনিটের পুলিশ৷ পাশাপাশি একটি টয়োটা গাড়ি আটক করে৷
ধৃতরা হলো চালক সুজিত দেববর্মা (৩২), সঞ্জয় দেববর্মা (২৫), মোচাং দেববর্মা (২৩)৷ বাড়ি মাইকরপাড়া লেফুঙ্গা থানা এলাকায়, অপর যুবক সুজিত দেববর্মা বাড়ি কাঞ্চনপুর৷ বুধবার সকালে খোয়াই জেলা ট্রাফিক ইউনিটের ডিএসপি বিক্রমজিৎ শুক্ল দাসের নেতৃত্বে ট্রাফিক ইউনিট খোয়াই কমলপুর সড়কস্থিত শিঙিছড়া এলাকায় ভেহিক্যাল চেকিংয়ে বসে৷
চেকিংয়ে বসে ডব্লিউবি- ০৬সি০৪৬৬ নম্বরের একটি মারুতি গাড়ি তল্লাশি চালিয়ে ৩৫ কেজি গাঁজা সহ ১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে৷ জানা যায়, আগরতলা থেকে গাঁজা নিয়ে আসাম রাজ্যের দিকে যাচ্ছিল৷ ট্রাফিক ডিএসপি জানান, শিঙিছড়া এলাকায় চেকিংয়ে বসে খোয়াই ট্রাফিক ইউনিট৷
এমন সময় একটি গাড়ি নিয়ে তিন যুবক আসে৷ সন্দেহ হতেই গাড়িটিকে আটক করা হয়৷ গাড়িতে তল্লাশি চালিয়ে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে গাড়ির নিচে গোপন চেম্বার থেকে ১৭ প্যাকেটে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ৷
পাশাপাশি তিন যুবককে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১১ কৌটা ব্রাউন সুগার উদ্ধার করা হয়৷ পুলিশের হাত থেকে সঞ্জয় দেববর্মা পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে৷ তাদের তিনজনের বিরুদ্ধে নির্দিষ্ট খোয়াই থানায় এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ৷
ধৃত তিনজনকে খোয়াই জেলা আদালতে তোলা হবে৷ আটক তিন ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে৷ তাঁদের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে৷