স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ২৯ সেপ্টেম্বর।। চারদিন নিখোঁজ থাকার পর অবশেষে যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহের হদিশ মিললো৷ কিন্তু মৃতদেহে পচন ও মাত্রাতিরিক্ত দুর্গন্ধ থাকায় আগামীকাল সকালে মৃতদেহ উদ্ধার করে ঘটনাস্থলেই ময়না তদন্ত করা হবে বলে জানায় পুলিশ৷
ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই মিশ্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে৷ ঘটনাটি কল্যাণপুর থানাধীন লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের খামারটিলা গ্রামে৷ নিখোঁজ হওয়া মৃত যুবকের নাম সন্তোষ তাঁতি বয়স ঊনত্রিশ, পিতা-গগন তাঁতি বাড়ি-খামারটিলা৷
বিস্তারিত খবর দিয়ে কল্যাণপুর থানার পুলিশ জানায় গত ২৬ সেপ্ঢেম্বর থেকে খামারটিলা গ্রামের যুবক সন্তোষ তাঁতি নিখোঁজ হয় বলে তার স্ত্রী সুমিত্রা তাঁতি পরেরদিন কল্যাণপুর থানায় মিসিং ডায়েরি করেন৷ কেএলএন/পিএস/মিসিং এন্ট্রি নং-১৯/২০২১৷ পুলিশ যথারীতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে৷
বুধবার বিকেলে খামারটিলার জঙ্গলে লাকড়ি কুড়াতে গিয়ে পচা দুর্গন্ধ পায় স্থানীয় মানুষেরা৷ সাথে সাথেই কল্যাণপুর থানায় পুলিশকে ঘটনা জানালে পুলিশ অকুস্থলে পৌঁছায়৷ জঙ্গলের গাছে ঝুলানো পচাগলা মৃতদেহের পরিহিত পোশাক দেখে নিখোঁজ যুবকের পরিবারের লোকজন সন্তোষ তাঁতির দেহ বলে শনাক্ত করা হয়৷
কিন্তু ঝুলন্ত মৃতদের অত্যাধিক পচে গলে যাওয়ায় জঙ্গলে সন্ধ্যার অন্ধকারে মৃতদেহ নামানো সম্ভবপর নয় বলে পুলিশের বক্তব্য৷ অগত্যা আজ সারারাতই শনাক্ত হওয়া সন্তোষ তাঁতির মৃতদেহ গাছে ঝুলানো অবস্থায়ই রাখা হয়েছে৷
আগামীকাল ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের ময়না তদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ খবরে প্রকাশ সন্তোষের পরিবারে নাবালক ছেলেমেয়ে সহ তার স্ত্রী ও বিধবা মা রয়েছে৷
বিগত কয়েক মাস যাবৎ তার স্ত্রীর সাথে বিভিন্ন ঘটনায় কলহ চলছিল বলে অভিযোগ৷ স্বাভাবিকভাবেই পারিবারিক কলহের জেরেই সন্তোষ আত্মহত্যার পথ বেছে নেয় বলে প্রাথমিকভাবে ধারণা৷ মৃতদেহের ধরণ দেখে নিখোঁজ হওয়ার দিনেই ফাঁস লাগিয়ে আত্মহত্যা এমনটাই স্থানীয় মানুষের বক্তব্য৷