স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। ২৯ সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস৷ এ উপলক্ষ্যে বুধবার রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে সাইকেল রেলির আয়োজন করা হয়৷
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল মেডিসিন ও অ্যাসোসিয়েশন অব ফিজিসিয়ান্স অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এবং আগরতলা সাইক্লোসিস এর সহায়তায় এই রেলির আয়োজন করা হয়৷
২০১২ সাল থেকে ২৯ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব হৃদয় দিবস হিসাবে গোটা বিশ্ব উদ্যাপন করে৷ এই দিবস পালনের একটাই উদ্দেশ্য সারা বিশ্বে একই দিনে একই সুরে, একই কথা যেন সকলে বলে৷
জীবনশৈলীর পরিবর্তনের মাধ্যমে হৃদয়ের সমস্যা কমানো সম্ভব৷ বিশ্বে এখনো মানুষ সবচাইতে বেশি মরে হৃদরোগে আক্রান্ত হয়ে৷ দক্ষিণ পূর্বের দেশগুলি অনেক বেশি এই সমস্যায় জর্জরিত৷
তাই এদিনটি উদ্যাপনের মাধ্যমে সকলের কাছে জীবনশৈলীর পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য বলে জানান বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিক৷
নিয়মিত শরীরচর্চা করা ও সুষম খাদ্য গ্রহণ করার আহ্বান জানান তিনি৷ জীবনকে সুস্থভাবে বাঁচার জন্য সকলকে হৃদয়বান হওয়ার বার্তা দেন ডা. প্রদীপ ভৌমিক৷