Beaten: গাড়ি পার্কিং ফি চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মহিলাকে প্রকাশ্যে মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। মুখ্যমন্ত্রীর নাম ভারিয়ে আগরতলা শহরের বুকে দাদাগিরি শাসক দলের নেতার৷ বুধবার গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে এক মহিলাকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠলো অপু দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে৷ অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় লোকজন৷ রাজধানী আগরতলা শহরে বেশকিছু পার্কিং জোন রয়েছে৷

সেইসব পার্কিং জোনে কিছু সংখ্যক পুরুষ ও মহিলা কর্মী পার্কিং-এর জন্য টাকা সংগ্রহ করার দায়িত্বে আছেন৷ কিন্তু দেখা গেল এদিন শিশু উদ্যান সংলগ্ণ স্থানে অঞ্জনা দাস নামে এক মহিলা কর্মী পার্কিং-এর টাকা আদায় করেন৷ অভিযোগ অপু দাস নামে এক ব্যক্তি প্রায় সময়ই শিশু উদ্যান সংলগ্ণ পার্কিং জোনে গাড়ি পার্কিং করেন৷

কিন্তু পার্কিং-এর টাকা না দিয়েই তিনি প্রতিদিন চলে যান৷ বুধবার অপু দাস মেয়েকে নিয়ে টিআর০১-এআর-০৪০৭ নম্বরের গাড়ি করে সেই পার্কিং জোনে যান৷ সেখানে কর্মরত মহিলা অঞ্জনা দাস অপু দাসের নিকট পার্কিং-এর জন্য টাকা দাবি করেন৷ তখন অপু খারাপ আচরণ করে অঞ্জনা দাসের সাথে৷

অঞ্জনা দাস গাড়ির কাছে এগিয়ে যেতেই অপু দাসের মেয়ে যে নিজেকে ছাত্রী হিসেবে দাবি করেন, সেই মহিলাকে থাপ্পড় মারার জন্য এগিয়ে যায়৷ তখন অঞ্জনা দাস অপু দাসের মেয়ের চুলে ধরে নেয়৷ সাথে সাথে গাড়ি থেকে নেমে আসেন অপু৷ তিনি গাড়ি থেকে নেমে অঞ্জনা দাসকে প্রকাশ্য দিবালোকে মারতে থাকেন৷

তখন স্থানীয়রা এগিয়ে আসে৷ স্থানীয়রা এগিয়ে আসতেই অভিযুক্ত অপু দাস গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে চোরের মতো পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ৷ কিন্তু স্থানীয়রা তাকে আটক করে ফেলে বলে জানান ভট্টপুকুর এলাকার বাসিন্দা আক্রান্ত অঞ্জনা দাস৷ গুণধর বাপ মেয়ে ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের সাথেও খারাপ আচরণ করেন৷

শুধু তাই নয় নিজেকে মুখ্যমন্ত্রীর কাছের লোক বলে দাবি করে মুখ্যমন্ত্রীকে সব জানাবে বলে সকলের সাথে অপু দাসের মেয়ে খারাপ আচরণ করেন৷ ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ পরে স্থানীয়রা অপু দাসকে পশ্চিম আগরতলা থানার পুলিশের হাতে তুলে দেয়৷

এইদিকে আক্রান্ত মহিলা পশ্চিম আগরতলা থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন৷ মামলার নম্বর ৬৯/২১৷ অভিযুক্তের বাড়ি এয়ারপোর্ট থানাধীন তাঁতিপাড়া এলাকায়৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?