Afghanistan: আফগানিস্তানকে ‘কৌশলগত ব্যর্থতা’ বললেন মার্কিন জেনারেল মিলি

অনলাইন ডেস্ক, ২৯ সেপ্টেম্বর।। পেন্টাগনের ঊর্ধ্বতনরা বলছেন, যুক্তরাষ্ট্রের সেনারা যদি বেশি দিন আফগানিস্তানে অবস্থান করতো তবে তালেবানের হাত থেকে কাবুলের পতন রোধ করা যেতো।

আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, বিষয়টি নিয়ে মঙ্গলবার কংগ্রেসের সামনে হাজির হন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি।

আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের বিশৃঙ্খল প্রত্যাহারের ফলে সৃষ্ট ধারাবাহিক ব্যর্থতার কথা তারা এ সময় স্বীকার করে নেন।

সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিকে জেনারেল মিলি বলেন, এটা স্পষ্ট ও প্রতীয়মান যে তালেবানরা কাবুলের ক্ষমতায় যাওয়ায় আমরা যে শর্তে আফগান যুদ্ধের শেষ করতে চেয়েছিলাম তা হয়নি।

আফগানিস্তান এখন গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বলেও সতর্ক করে দেন তিনি। পুরো ঘটনাকে ‘কৌশলগত ব্যর্থতা’ বলে উল্লেখ করেন মিলি। অন্যদিকে সেক্রেটারি অস্টিন বলেন, অস্বস্তিকর কিছু সত্য আমাদের বিবেচনায় নিতে হবে যে, আমরা পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারিনি।

আরও জানান, অংশীদারদের সঙ্গে মিলে আফগান সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হলেও তারা প্রতিরোধ করতেই পারেনি। অনেক ক্ষেত্রে তালেবানদের বিরুদ্ধে সেনারা একটি গুলিও খরচ করেনি। এটা তাদের অবাক করেছে।

ব্যর্থতা নিয়ে অপর দুজনের মতোই মন্তব্য করেন সেন্ট্রাল কমান্ডের প্রধান ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি। তিনি ও মিলি পেশাদার সামরিক মূল্যায়ন থেকে সতর্ক করেছিলেন যে, আমেরিকা সব সেনা প্রত্যাহার করলে পশ্চিমা-সমর্থিত সরকারের পতন ঘটবে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে তালেবানদের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চুক্তি অনুসারে চলতি বছরের ১ মে’র মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পূর্ণ হবে। নভেম্বরের নির্বাচনের পর ট্রাম্পের কাছ থেকে এ ধরনের নির্দেশ পেয়েছিলেন বলে জানান মিলি।

এরপর জানুয়ারিতে ক্ষমতায় আসেন জো বাইডেন। এপ্রিলে তার দেওয়া ঘোষণা অনুযায়ী ১১ সেপ্টেম্বর হামলার ২০ বছর পূর্তির কয়েক দিন আগে ৩১ আগস্ট সেনারা পুরোপুরি আফগানিস্তান ছেড়ে আসে। এর আগে ১৫ আগস্ট কাবুলের পতন হয়।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?