স্টাফ রিপোর্টার, কল্যাণপুুর, ২৭ সেপ্টেম্বর।। গোপন খবরের ভিত্তিতে কল্যাণপুুর থানা এলাকার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর গ্রামের বাসিন্দা সুব্রত দত্তের বাড়ি থেকে ৬০ হাজার টাকার অবৈধ বিলাতি মদ বাজেয়াপ্ত করা হয়৷ প্রশ্ণ হচ্ছে এত বিশাল পরিমাণ মদ কিভাবে মজুত হলো৷ দীর্ঘদিন ধরেই কল্যাণপুর থানা এলাকায় মাতালের দৌরাত্ম্য ক্রমশ বৃদ্ধি পেয়ে আসছে৷
খোদ থানা থেকে দূরত্বে দেশি-বিলাতি মদের ঠেক৷ অবশেষে নেশা বিরোধী অভিযানে গিয়ে বড় রকমের সাফল্য পেলো কল্যাণপুর থানার পুলিশ৷ রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিনগর গ্রামে পুলিশি অভিযান চালায়৷
এই অভিযানের নেতৃত্ব দেন এস আই জয়ন্ত দেবনাথ এবং এস আই বিশ্বজিৎ ভট্টাচার্য৷ কল্যাণপুরে অবাধে নেশা সামগ্রীর কারবারের বিষয়ে দীর্ঘদিন ধরেই মানুষ অভিযোগ করে আসছে৷
অবশেষে কল্যাণপুর থানার বিশাল পুলিশবাহিনী শান্তিনগর বাজার সংলগ্ণ সুব্রত দত্তের বাড়িতে এবং তার দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর পরিমাণে বিলাতি মদ উদ্ধার করে৷ যার বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা বলে পুলিশ সূত্রে দাবি করা হয়৷
যদিও অসমর্থিত সূত্রের খবর মদ বিরোধী অভিযানে পুলিশের উদ্ধারকৃত বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা৷ পুলিশি অভিযানের ঘটনা আঁচ করতে পেরেই সুব্রত গা ঢাকা দেয়৷