Rally: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে ত্রিপুরা ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে রেলি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে ত্রিপুরা ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন -এর উদ্যোগে রাজধানীতে এক রেলির আয়োজন করা হয়৷ পর্যটন নিগমের কার্যালয়ে সামনে থেকে এই মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে৷

এদিন মিছিলের সূচনা করেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ ছিলেন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা৷ এছাড়াও মিছিলে বিভিন্ন ট্যবলুর মাধ্যমে প্রচার চালানো হয়৷ গত দেড় বছর করোনার জেরে পর্যটন শিল্প দারুনভাবে ব্যহত হয়েছে৷

তার পরেও ভ্রমণ পিপাসু মানুষের মনোভাব এবং রাজ্যের প্রাকৃতিক সম্পদকে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছে সরকার৷ রাজ্যের অনেক স্থান রয়েছে যা এখনো মানুষের জন্য উন্মুক্ত করা যায়নি৷ সেই সমস্ত এলাকার উন্নয়নের কাজ শুরু হয়েছে৷ সাড়ে তিন বছরের মধ্যে দুই বছরে বহু প্রচেষ্টা বাস্তবায়িত করা হয়েছে৷

অনেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে৷ বিদেশি পর্যটক আসা শুরু করেছে৷ ছবিমুড়া, নারিকেল কুঞ্জ, ঊনকোটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রস্থল হবে৷ ত্রিপুরেশ্বরী মন্দিরকেও সাজিয়ে তোলা হচ্ছে৷ করোনার প্রকোপ কাটিয়ে সারা বিশ্ব আবার জেগে উঠেছে৷

একদিন ত্রিপুরা সর্বশ্রেষ্ঠ রাজ্য হিসাবে পর্যটন শিল্পে স্থান করে নেবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী৷ সকলের কাছে আহ্বান জানান রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলিই উপভোগ করতে আসার জন্য৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?